সূত্র থেকে জানা যায়, ক্যাটরিনাকে (Katrina Kaif) বিয়ে করার জন্য সলমন (Salman Khan) যখন প্রস্তুত ছিলেন, সেই সময় বিয়ে করতে রাজি হয়নি ক্যাট। তবে শুধু সলমনই নয় রণবীরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল ক্যাটরিনার। তবে রণবীরের সঙ্গেও তার সম্পর্ক ভেঙে যায়। বর্তমানে সলমন ও ক্যাটরিনা দুজনেই ভাল বন্ধু।