দুঘণ্টা ছাড়া ছাড়া ডাবের জল, প্রিয়ঙ্কার ডায়েট প্ল্যানিং-এ আর কী কী পদ

ডায়েট প্ল্যানিং মানেই সারা দিন ব্যালন্স করে বুঝে খাবার খাওয়া। নিজেকে ফিট রাখতে সেলেব মহল প্রতিটা মুহূর্তে নিজের পার্ফেক্ট ডায়েট মেনে চলেন। পিগি চপসের খাবার সিক্রেট কী! সকাল থেকে রাত তাঁর পাতে কী কী পদ থাকে জেনে নিন...

Jayita Chandra | Published : Dec 20, 2020 10:49 AM IST
16
দুঘণ্টা ছাড়া ছাড়া ডাবের জল, প্রিয়ঙ্কার ডায়েট প্ল্যানিং-এ আর কী কী পদ

ব্রেকফাস্টে প্রিয়ঙ্কার চাই এক গ্লাস দুধের সঙ্গে ওট মিল খান। অথবা দুটো ডিম খান। 

 

26

লাঞ্চে খান দুটি রুটি, ডাল ও সবজি। বারোটার মধ্যে প্রিয়ঙ্কা দুপুরে খাবার খেয়ে থাকেন। 

36

সন্ধের জলখাবার হিসেবে টার্কি স্যান্ডউইটচ ও স্যালাড খান। শরীরচর্চার পর হালকা খাবার খেয়ে থাকেন তিনি।

 

46

ডিনারে সুপ, গ্রিলড চিকেন বা ফিশ খান। রাতে আটটার মধ্যে খাবার খেয়ে থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। 

56

এছাড়া প্রতি দু ঘণ্টা অন্তর নারকেলের জলের সঙ্গে বাদাম খান তিনি। এতে শরীর চরতাজা থাকে ও রিফ্রেশ হয়ে যান পিগি চপস।

66

শরীরকে হাইড্রেটেড রাখার জন্য অনেকটা জল খান। এতে ত্বকও ভালো থাকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos