সুশান্তকে কি ড্রাগ দেওয়া গত, এবার ৪ দিন NCB হেফাজতে পরিচারক, নির্দেশ আদালতের

সুশান্তের পরিচারক দীপেশকে এবার হেফাজতে পেল এনসিবি। শুক্রবার রাতেই দীপেশকে তুলে নেওয়া হয় এনসিবি-তে। সেখানেই রাতভর চলে জেরা। শনিবারই খবর সামনে আসে, দীপেশকে গ্রেফতার করেছে এনসিবি। রবিবার তাঁকে কোর্টে তোলা হলে কী নির্দেশ দিল আদালত...

Jayita Chandra | Published : Sep 6, 2020 3:55 PM / Updated: Sep 06 2020, 04:24 PM IST
19
সুশান্তকে কি ড্রাগ দেওয়া গত, এবার ৪ দিন NCB হেফাজতে পরিচারক, নির্দেশ আদালতের

সুশান্তের রাধুনি দীপেশকে শুক্রবার রাতেই নিয়ে যাওয়া হয়েছিল এনসিবি-র অফিসে। সেখানেই লাগাতার জেরা করা হয় তাঁকে। 

29

সেদিনই গ্রেফতার করা হয়েছিল সৌভিক ও স্যামুয়েলকে। এরপর রাতভর একসঙ্গে বসিয়ে চলে জেরা। 

39

এরপর শনিবার আদালতে তোলা হয়েছিল সৌভিক ও স্যামুয়েলকে। সেখানেই ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবি হেফাজতে থাকার নির্দেশ মেলে। 

49

এরপর শনিবার রাতেই সুশান্তের পরিচারক তথা রাধুনি দীপেশকেও গ্রেফতারের কথা ঘোষণা করা হয়। নিয়ম মেনেই রবিবার তাঁকে তোলা হয় আদালতে। 

59

সাতদিনের হেফাজত চেয়েছিল এনসিবি। তবে ৯ সেপ্টেম্বর পর্যন্তই দীপেশকে হেফাজতে নিতে পারল এনসিবি। 

69

পাশাপাশি এদিন বেলা ১২টা থেকে লাগাতার জেরার মুখে রিয়া চক্রবর্তী। সুশান্তের অজান্তেই কি তাঁর খাবারে মেশানো হত ড্রাগ, প্রশ্নের মুখে চার। 

79

সুশান্ত কেসে একাধিক চ্যাট এসেছে সামনে। যেখানে দেখা গিয়েছে সুশান্তকে ডোজ দেওয়ার কথা, তা নিয়েও প্রশ্ন করা হবে। 

89

পাঁচ বিশেষজ্ঞ অফিসার মিলে রবিবার জেরা চালাচ্ছেন। বর্তমানে তিন গ্রেফতার ও রিয়া চক্রবর্তীর মুখোমুখি চলছে ক্রস ইন্টারোগেশন। 

99

কী ষড়যন্ত্রের শিকার সুশান্ত, কীভাবে মাদকের সঙ্গে যোগসূত্র তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। বাড়ছে জল্পনা, এবার কী রিয়া চক্রবর্তীর গ্রেফতারের পালা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos