মলদ্বীপ অ্যালবামে লুকিয়ে আর কত চমক, আবারও অন্তর্বাসে ঝড়, দিশার শরীরে চুঁইয়ে পড়া যৌবন ফ্রেমবন্দী

Published : Jun 29, 2021, 09:00 AM IST

টাইগার শ্রফ ও দিশা পাটানি কি সত্যি গোপনে মলদ্বীপে রোম্যান্সে মত্ত, সেই প্রশ্নই এখন বিটাউনের আনাচে কানাচে। কারণ সেখান থেকেই ইতিমধ্যে একাধিক ছবি ভাইরাল হয়েছে টাইগার ও দিশার...

PREV
18
মলদ্বীপ অ্যালবামে লুকিয়ে আর কত চমক, আবারও অন্তর্বাসে ঝড়, দিশার শরীরে চুঁইয়ে পড়া যৌবন ফ্রেমবন্দী

টাইগার শ্রফ ও দিশা পাটানি, দীর্ঘ দিন ধরে সম্পর্কে থাকার পরও তাঁদের মধ্যে যেন কিছুই দানা বাঁধছিল না প্রেম। একাধিকবার ভাইরাল হয়েছেন এই জুটি। 

28

সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকে শুরু করে আংটির ছবি শেয়ার, ভ্যালেন্টাইন ডে তে উপচে পড়েছিল ভক্তদের ভিড় এই তারকাদের প্রোফাইলে। সেখান থেকেই শুরু প্রেম। 

38

প্রকাশ্যে ডিনার ডেট থেকে শুরু করে ট্রিপের ছবি, প্রকাশ্যে প্রেম চালিয়েছে এই জুটি। কিন্তু গতবছরই ঘটে ছন্দপতন। বিচ্ছেদের পথেই হেঁটেছিল এই জুটি। 

48

তবে এই ছবি পছন্দ কয়েকদিন আগেই শেয়ার হয় নেট দুনিয়ায়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। যদিও দুই এক সঙ্গে কোনও ছবি পোস্ট করেনি। 

58

তবে আবারও ভাইরাল হয়ে উঠল বাঘি ২ জুটি। সম্প্রতি একাধিক ছবি প্রকাশ্যে এসেছে তাঁদের সোশ্যাল মিডিয়ার পাতায়। 

68

অন্তর্বাস লুকে বরাবরই ভাইরাল দিশা। এবার সেই হটনেস যেন মুহূর্তে মাত্রা ছড়ালো। একের পর এক পোস্ট। ভক্তদের মধ্যে ঝড় তুলছেন তিনি। 

78

অন্তর্বাসের ব্র্যান্ডের সঙ্গে যুক্তও রয়েছেন তিনি। যার ফলে পোজ দিয়ে এই লুকে ছবি শেয়ার করে অভ্যস্থ তিনি। 

88

ফলে ভক্তমহল এখন মেতেছে হট দিশার স্টানিং লুকেই। সেখানেই চোখ আটকে সকলের। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories