লাস্যময়ীকে দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তেরা। মাত্র কয়েকটি ছবি করেই বি-টাউনে বাজিমাত করেছেন দিশা। অন্তর্বাসে ছবি দিয়ে যতটা সরগরম করেছেন পেজ থ্রির পাতা, ততটা কিন্তু অভিনয়ে জমাতে পারেননি দিশা। একাধিকবার হট লুকে ভাইরাল হতে গিয়ে নেটদুনিয়ায় সমালোচকদের কটাক্ষের শিকারও হতে হয়েছে দিশাকে।
কালো ব্রালেটে উপচে পড়ছে বক্ষ-বিভাজিকা। মাথায় কাটার মতো ক্রাউন পরে নেটপাড়ায় ঝড় তুলেছেন দিশা। অভিনেত্রীকে দেখে চমকে গেছেন ভক্তরা। খোলামেলা, ছেড়াফাটা পোশাক পরে হামেশাই ছবি পোস্ট করে থাকেন দিশা পাটানি। যা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় আগুন জ্বালিয়ে দেয়। তা নিয়ে হামেশাই ট্রোলড হন নায়িকা। যদিও এইসব কিছুকে পাত্তা দিতে নারাজ দিশা।
710
বিকিনি লুক হোক কিংবা ছেঁড়া ফাটা অন্তর্বাসে পোজ, শরীরী উষ্ণতায় তাবড় তাবড় বলি অভিনেত্রীদের টেক্কা দিচ্ছেন দিশা পাটানি। দিশা পাটানিকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। যত দিন যাচ্ছে ততই যেন নিজের শরীরী উষ্ণতায় লাস্যময়ী হয়ে উঠছেন দিশা পাটানি। নেটদুনিয়ায় খোলামেলা পোশাক পরে হামেশাই ছবি পোস্ট করে থাকেন দিশা পাটানি। আর তা দেখতেই যেন হামলে পড়ে ভক্তরা।
810
মাত্র কয়েকটি ছবি করেই বি-টাউনে বাজিমাত করেছেন দিশা। অন্তর্বাসে ছবি দিয়ে যতটা সরগরম করেছেন পেজ থ্রির পাতা, ততটা কিন্তু অভিনয়ে জমাতে পারেননি দিশা। যত দিন যাচ্ছে ততই যেন নিজের শরীরী উষ্ণতায় লাস্যময়ী হয়ে উঠছেন দিশা পাটানি।
দিশা পাটানি ভারতের সবচেয়ে বেশি সার্চ করা অভিনেত্রীদের মধ্যে একজন। সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ দিশা। ৪৫.৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে দিশার। বলিউডে অভিনয়ে নয় বরং শরীরী প্রদর্শনে দিশাকে নিয়ে সরগরম পেজ থ্রির পাতা। ফোটোশুটে বোল্ডনেসের ডবল ডোজ বাড়িয়ে চলেছেন দিশা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।