সমুদ্র কতটা ভালাবসেন দিশা তা আর নতুন করে বলার কিছুই নেই। এবার মলদ্বীপে গিয়েই বিচকন্যা হয়ে উঠেছেন দিশা পাটানি। একের পর এক ছবি ভিডিও শেয়ার করেছেন দিশা। যা মুহূর্তের মধ্যে ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
311
ছুটির দিনে প্রায়শই সমুদ্র সৈকতে চলে যান দিশা পাটানি। তার সুপারহট সেক্সি ফিগার ফ্লট করতেই যেন সমুদ্রকেই বেছে নেন টাইগারের প্রেমিকা। বিকিনি লুকে ছবি দিয়েই বারেবারে শিরোনামে উঠে আসেন দিশা।
উন্মুক্ত নিতম্ব, বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ। পড়ন্ত বিকেলে নীল জলের ধারে দাঁড়িয়ে হট পোজে ছবি পোস্ট করেছেন দিশা পাটানি। খোলা চুলে দিশা যেন জলপরী। ছবি পোস্ট করা মাত্রই লাইক ও কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া।
1011
দিশা এবং টাইগারের প্রেমের গুঞ্জন এখন আর অজানা নয়। নিজেরা মুখে কুলুপ আটলেও তাদের নিয়ে চর্চা দীর্ঘ দিন ধরে চর্চা চলেই আসছে বি-টাউনে।এবার নিউ ইয়ার সেলিব্রেশন করতে মলদ্বীপে পৌঁছে গেছেন বলিউডের বিকিনি বেব দিশা পাটানি এবং টাইগার শ্রফ।
1111
একাধিকবার পোশাকের জন্য ট্রোলড হলেও সেটাকে যে মোটেই পাত্তা দেন না তা তার ছবিতেই স্পষ্ট। বরং ট্রোলারদের একহাত নিয়েই একের পর এক হট ছবিতে শিহরণ জাগাচ্ছেন দিশা পাটানি। শীঘ্রই সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে 'যোদ্ধা' ছবিতে দেখা যাবে বলিউডের বিকিনি গার্ল দিশা পাটানিকে। সম্প্রতি ছবির শুটিংও শেষ করেছেন অভিনেত্রী।