নিউ ইয়ার মানেই ছুটির আমেজ। লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে নিভৃতে সময় কাটাচ্ছেন বলি অভিনেত্রী দিশা পাটানি। মলদ্বীপ নীল জলরাশির অতল গভীরে বিচকন্যা হয়ে উঠেছেন দিশা পাটানি। ফ্ল্যাট অ্যাবস-টোনড ফিগারে লাস্যময়ীকে দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তেরা। প্রতিটি ছবিতেই যেন শরীরী উষ্ণতা চুইয়ে পড়ছে। কনকনে ঠান্ডায় শীতের আমেজে দিশার হাইভোল্টেজে কাঁপছে নেটপাড়া।