একের পর এক ভালো অভিনেতা, দক্ষতার সঙ্গে বোনা হয়েছে ছবি প্রতিটা ধাপ, চিত্রনাট্য থেকে শুরু করে ছবির প্রতিটা অংশে রয়েছে বিশেষত্বের ছোঁয়া, তবে কেন মুখ থুবরে পড়তে হল এই ছবিকে! কারণ একটই, এই ছবির নির্মাণ। দীপিকা (Deepika Padukone) -রণবীরের (Ranveer Singh) কোন অঙ্কে থেকে গিয়েছিল ভূল!