মৃত্যুর কয়েকঘণ্টা আগে ১০০ ডায়েল করেছিলেন দিশা, আত্মহত্যা ঘিরে বাড়ছে ধোঁয়াশা

Published : Sep 17, 2020, 12:47 PM IST

ক্রমেই ধোঁয়াশা বাড়ছে দিশা সালিয়ান কেসে। পর পর দুই মৃত্যু। সুশান্তের প্রাক্তণ ম্যানেজার ও সুশান্ত সিং রাজপুত। মাঝে কেবল এক সপ্তাহের ব্যবধান। শুরুটাতে দুই মৃত্যুকেই আত্মহত্যার তকমা দিলেও পরবর্তীতে তা ক্রমেই জটিল হয়ে ওঠে। 

PREV
18
মৃত্যুর কয়েকঘণ্টা আগে ১০০ ডায়েল করেছিলেন দিশা, আত্মহত্যা ঘিরে বাড়ছে ধোঁয়াশা

দিশা সালিয়ন মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই তা উত্তেজনার পারদ তুলেছিল তুঙ্গে। বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন দিশা। 

28

এই নিয়ে দু-এক তিন তোলপাড় হলেও মুম্বই পুলিশ থেকে জানানো হয় এটা আত্মহত্যা, তখনই ধামা চাপা পড়ে গিয়েছিল এই মৃত্যুর ঘটনা। 

38

তারপর আবারও তা মাথাচারা দিয়ে ওঠে সুশান্তের আত্মহত্যার পর। কয়েকদিনের মধ্যেই সব ঠাণ্ডা। 

48

এরপর দিশা মৃত্যু কেস প্রথম ধোঁয়াশা সৃষ্টি করে যখন মুম্বই পুলিশ বিহার পুলিশকে জানিয়েছিল, দিশার কেস ডিটেলস ডিলিট হয়ে গিয়েছে। 

58

এরপর থেকেই শুরু জল্পনা। ওঠে এসেছিল ভয়াবহ তথ্য। মৃত্যুর একদিন পর তাঁর ময়না তদন্ত হয়েছিল কেন!

68

সম্প্রতি প্রকাশ্যে আসে একাধিক তথ্য, যা চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞের কপালে। 

78

যদি কেউ আত্মহত্যা করতে যায়, তবে তিনি কেন পুলিশে ফোন করবেন, তবে কী কোনও বিপদে পড়েছিলেন দিশা।

88

মৃত্যুর কয়েকঘণ্টা আগেই ১০০ ডায়েল করেছিলেন দিশা। তাঁকে কি তবে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল। সম্প্রতি এমনই প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ নিতিশ রানে। 

click me!

Recommended Stories