শাহিদের ভাইয়ের সঙ্গে রোম্যান্সে মত্ত অনন্যা, ডিসলাইকের বন্যা নেট-পাড়ায়

Published : Sep 17, 2020, 10:36 AM ISTUpdated : Sep 17, 2020, 10:45 AM IST

নেপোটিজমের কোপেই কী তবে পড়ল এবার অনন্যা-ইশান। গত কয়েকমাসে বলিউডের চেনা সমীকরণটা বেশ খানিকটা বদলিয়ে গিয়েছে। লাইক-ডিসলাইকের খেলা. মত্ত নেটবাসী বুঝিয়ে দিচ্ছে নেপোটিজম আর নয়। স্টার কিডদের পাশে কোন মতেই থাকতে নারাজ তাঁরা, তবে কারণ কী শুধুই স্টার কিড! 

PREV
19
শাহিদের ভাইয়ের সঙ্গে রোম্যান্সে মত্ত অনন্যা, ডিসলাইকের বন্যা নেট-পাড়ায়

অনন্যা পান্ডে ও ইশান খাত্তরের পরবর্তী ছবির গান মুক্তিতেই বিপত্তি। ডিসলাইকের ঝড়ে কাবু দুই স্টার। 

29

অনন্যা পান্ডেই হোক বা ইশান খাত্তর, নেপোটিজমের পাশে নেই আর নেটদুনিয়া। গান মুক্তি পেয়েছে বুধবার। 

39

মুহূর্তে লাইকের ছয়গুণ বেড়ে যায় ডিজলাইক। তবে কারণ কী শুধুই জল্পনা, নেপোটিজম বয়কট, না, সোশ্যাল পাড়ার বক্তব্য গানটাকেই নষ্ট করেছে দুই স্টার। 

49

গানের কথা থেকে শুরু করে, মিউজিক ও ইশান-অনন্যার নাচ, সমালোচিত হল সবটাই। 

59

তেহস নাহেজ গানে মুক্তিতে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করল তহেজ নহেজ কর দিয়া। গানটাকেই নষ্ট করে ফেলেন জুটি। 

69

এর আগে এমনই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল আলিয়া অভিনীত সড়ক ২ ছবিকে। এবার পাল্লটা খালি-পিলির। 

79

ছবি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্মে ২ অক্টোবর। তার আগেই ছবির গান ঘিরে ভক্তদের ক্ষোভ তুঙ্গে। 

89

ইশান ও অনন্যার রোম্যান্সে ভরপুর গানে, ছিল নাচ, ছিল রোম্যান্স কিন্তু কোথাও গিয়ে যেন সেই সমীকরণ দানা বাঁধল না। 

99

গানের কথা থেকে শুরু করে গান বাঁধার ধরন, অনন্যা ইশানের উপস্থিতি রাতারাতি গানকে করে তুলল ব্ল্যাকলিস্টেট। 

click me!

Recommended Stories