মালাইকা পাশে অর্জুনকে কালো রঙের কুর্তা পরে দেখা গিয়েছে। কাকা অনিল কাপুরের বাড়িতে ঢুকতেই পাপারাৎজিরা ঘিরে ধরে মালাইকা ও অর্জুনকে। তারপর থেকে গোটা সময়টাতেই মালাইকাকে আগলে রাখতে দেখা গেছে বনি পুত্র অর্জুন কাপুরকে।
69
কখনও হাতে হাত তো আবার কখনও পিঠে, প্রেমিকা মালাইকাকে সর্বক্ষণই আগলে রেখেছেন অর্জুন। প্রকাশেই ঘনিষ্ঠ অবস্থায় ধরা দিয়েছেন বলিপাড়ার এই হট হ্যাপেনিং কাপল।
79
ভারতীয় সাজে রীতিমতো চমকে দিয়েছেন মালাইকা আরোরা। দিওয়ালি পার্টির পুরো চমকটাই যেন ছিল মালাইকার উপর। বিকিনি কাট ব্লাউজে উপচে পড়ছে সুডৌল বক্ষযুগল, প্রেমিক অর্জুনের সঙ্গে দিওয়ালি পার্টিতে ঘনিষ্ঠ মালাইকাকে দেখে চোখ সরাতে পারছিলেন না নেটিজেনরা।
89
অনিল কাপুরের দিওয়ালি পার্টিতে ঢোকার আগে পাপারাৎজির ক্যামেরায় হাসিমুখে একের পর এক পোজ দিয়েছেন এই হট কাপল। পুরো বডিগার্ডের মতোই সারাক্ষণ মালাইকাকে নিজের কাছে রেখেছিলেন অর্জুন কাপুর।
99
এবছর অর্জুনের পারিবারিক পার্টিতেই সকলের সঙ্গে দিওয়ালি সেলিব্রেশনে মত্ত হয়েছিলেন মালাইকা। তাদের বিয়ের খবরে সর্বদাই উত্তাল বলিপাড়া। কবে চারহাত এক হবে, তা নিয়ে স্পিকটি নন মালাইকা-অর্জুন।