তবে রণবীরের হবু স্বামী কি পুরোপুরি মাদক ছেড়ে দিয়েছেন। তা কিন্তু একেবারেই নয়। রণবীরের তালিকায় অনেক বিদেশি মদ রয়েছে। এমনকী মাঝেমধ্যেই অতিরিক্ত মদ্যপান করেও ফেলেন বলে জানিয়েছন রণবীর।রণবীর নিজে আরও বলেছেন, আমার পরিবারের সদস্যদের জীবনে মদ্যপানের কুপ্রভাব রয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যখন আমার শুটিং চলবে তখন মদ ছুঁয়েও দেখব না। তবে যখন কাজ কম থাকবে তখন মদ্যপান করব।