কী কারণে সুপারহট ঐশ্বর্যকে বিয়ে করেছিলেন অভিষেক বচ্চন, ফাঁস হল গোপন তথ্য

Published : May 20, 2022, 03:53 PM IST

একাধিক সম্পর্কে জড়ানো থেকে ধুম ২ ছবিতে হৃত্বিকের সঙ্গে চুম্বন দৃশ্য, দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন, বহুলচর্চিত ব্রেক আপ , আত্মহত্যার চেষ্টা সব মিলিয়ে ঐশ্বর্যকে নিয়ে আজও সরগরম পেজ-থ্রি পাতা।  কিন্তু এটা জানেন কি ঠিক কী কারণে ঐশ্বর্যকে বিয়ে করেছিলেন অভিষেক বচ্চন, জানুন আসল কারণ। একটি সাক্ষাৎকারে অভিষেক বচ্চন নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। ঐশ্বর্যর সঙ্গে তার সম্পর্ক এবং বিয়ের পরে ঠিক কী কী সহ্য করতে হয়েছিল জুনিয়র বচ্চনকে তাও অকপটে জানিয়েছিলেন অভিষেক।

PREV
110
কী কারণে সুপারহট ঐশ্বর্যকে বিয়ে করেছিলেন অভিষেক বচ্চন, ফাঁস হল গোপন তথ্য


রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া। সেই তালিকায় নিঃসন্দেহে রয়েছে  বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ। 

210


একাধিক সম্পর্কে জড়ানো থেকে ধুম ২ ছবিতে হৃত্বিকের সঙ্গে চুম্বন দৃশ্য, দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন, বহুলচর্চিত ব্রেক আপ , আত্মহত্যার চেষ্টা সব মিলিয়ে ঐশ্বর্যকে নিয়ে আজও সরগরম পেজ-থ্রি পাতা। 

310

 জানেন কি ঠিক কী কারণে ঐশ্বর্যকে বিয়ে করেছিলেন অভিষেক বচ্চন।একটি সাক্ষাৎকারে অভিষেক বচ্চন নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। ঐশ্বর্যর সঙ্গে তার সম্পর্ক এবং বিয়ের পরে ঠিক কী কী সহ্য করতে হয়েছিল জুনিয়র বচ্চনকে তাও অকপটে জানিয়েছিলেন অভিষেক।

410

পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলাদের মধ্যে অন্যতম ঐশ্বর্যকে বিয়ে করে কী কী চাপের মুখে পড়েছিলেন এবং তা কীভাবে তা সামলেছিলেন অভিষেক, জানিয়েছিলেন নিজেই।

510


অভিষেক বলেছিলেন, ঐশ্বর্য হট বলেই আমি তাকে বিয়ে করেছি তেমনটা নয়, একজন ভাল মানুষ হিসেবেই আমি তাকে বিয়ে করেছি। তবে এটা সত্যি যে তিনি হল অন্যতম সুন্দর মহিলাদের মধ্যে একজন এবং ভারতীয় চলচ্চিত্রের সফল অভিনেত্রীদের মধ্যেও একজন।

610

অভিনেতা আরও জানিয়েছেন, আমি সম্পূর্ণ ভাবে বিধ্বস্ত হয়ে যেতে পারতাম। এমনকী আমি পৃথিবীর সবথেকে অহঙ্কার ব্যক্তি হতে পারতাম। কিন্তু আমি তা কখনওই করিনি। ঐশ্বর্যকে বিয়ে করার জন্যই লোকে আমার সিনেমা দেখবে  এটা কিন্তু ঠিক নয়। দর্শকরা আমার জন্য আমার সিনেমা দেখবে।

710

নিজেদের সম্পর্কের কথা বলতে গিয়ে অভিষেক জানিয়েছেন, আজ আপনি এক নম্বরে রয়েছেন, আগামী দিনে আপনি নাও থাকতে পারেন। তাই নিজে যেমন সেটা নিয়েই খুশি থাকা উচিত।ঐশ্বর্যের সৌন্দর্যের কথা বলতে গিয়ে অভিষেক জানিয়েছেন, নো মেক আপ লুকে যখন রাতের বেলা ঐশ্বর্য থাকে , সেটা দেখেই আমি তাকে বিয়ে করেছি।

810

প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবে নতুন নতুন সাজ নিয়ে চমক দেন ঐশ্বর্য রাই বচ্চন। এবছরও স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যকে নিয়ে তিনি হাজির হয়েছেন। মেভারিকের স্ক্রিনিং দেখতেই বুধবার বিকেলে কালো লং গাউন পরে হাজির হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। তবে ট্রোলড পিছু ছাড়ল না রাই সুন্দরীর।

910

ডলস অ্যান্ড গ্যাবানার তৈরি গর্জিয়াস কালো গাউনে নিজেকে সাজিয়েছিলেন ঐশ্বর্য। হালকা মেকআপ, খোলা চুল, কাজল কালো চোখে সকলকে মুগ্ধ করলেও লিপ জব নিয়েও নানা প্রশ্ন উঠেছে। ঠোঁটের জন্য চরম ট্রোলড হয়েছেন রাই সুন্দরী। প্রাক্তন বিশ্বসুন্দরী রেড কার্পেটের লুক নিয়ে বিস্তর চর্চা চলছে। চোখে-মুখে ফুটে উঠেছে বয়সের ছাপ। নায়িকার রূপের থেকেও ওজন ও লিপ জব নিয়ে মারাত্মক ট্রোলড হয়েছেন রাই সুন্দরী।

1010

৭৫ তম চলচ্চিত্র উৎসবে কালো রঙের সিলহওটে ড্রেসের সঙ্গে থ্রি ডি ফুলের ডিজাইনে নয়া চমক এনেছেন ঐশ্বর্য। তবে বিকট চেহারার জন্য চরম ট্রোলড হলেন নায়িকা। গাউন পরে রেড কার্পেটে হাঁটার সময় তার ভারী চেহারা নিয়ে সমালোচনা শুরু হয়েছে  নেটদুনিয়ায়। ঐশ্বর্যর ভারী চেহারা দেখেই মা হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কান-এর রেড কার্পেটের ছবি প্রকাশ্যে আসতেই জোর শোরগোল পড়ে গিয়েছে। ছবি দেখেই অনুরাগীদের একাংশ বলতে শুরু করেছেন, ফের দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। ফের অন্তঃসত্ত্বা নিয়ে  জল্পনা বাড়ছে।

click me!

Recommended Stories