হট মিনি ড্রেসে জাহ্নবীকে দেখে তুলোধনা করল নেটিজেনরা। একজন কমেন্টে লিখেছেন, নিজের পোশাক নিয়ে একেবারেই আত্মবিশ্বাসী নন জাহ্নবী। কেউ বলেছেন, এটা রাতে ঘুমোতে যাওয়ার পোশাক। আরেকজন লিখেছেন, মেয়েটা কি অন্তর্বাস ছাড়া কিছুই পরে না। কেউ আবার বলেছেন ,আমি এই ধরনের জামা পরেই ঘুমোতে যাই।