Published : Jun 29, 2021, 05:11 PM ISTUpdated : Jun 29, 2021, 05:12 PM IST
একটুতেই মেজাজ হারিয়ে ফেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। একের পর এক খবরে মন্তব্য করতেও পিছপা হতেননা বলি অভিনেতা। আজ তিনি আর নেই। অন্যদিকে কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুর ছোট থেকেই একটু বেশি অ্যাডভান্স। বান্ধবীর সংখ্যা যেমন বিশাল, তেমন সঙ্গম যেন জলভাত। ছোট বয়সেই একবার বাবা ঋষি কাপুরের রোষের মুখে পড়েছিলেন রণবীর। এবং যার ফলস্বরূপ সকলের সামনে প্রকাশ্যে সপাটে থাপ্পড় মেরেছিলেন রণবীরকে, কারণ জানলে অবাক হবেন।
বলিউডের লাভবার্ডস আলিয়া ভাট এবং রণবীর কাপুরকবে তারা গাটছড়া বাঁধবেন এই প্রশ্নই এখন বলিমহলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। বহুদিন ধরেই এই অপেক্ষায় রয়েছে বি-টাউন।
1010
রণবীর-আলিয়া অভিনীত ছবি 'ব্রহ্মাস্ত্র' ছবি মুক্তির দিনও করোনার জন্য বারবার পিছিয়ে যাচ্ছে। ফের ছবি মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।