বহু নায়িকার সঙ্গে গুঞ্জন শোনা গেলেও ৫০ পেরিয়েও তিনি বলিউডের মোস্ট পপুলার 'চিরকুমার'। বি-টাউনের মোস্ট পপুলার লাভারবয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন তাবড় তাবড় অভিনেত্রীরাও।বলিউডের ব্যাচেলর-এর তকমা আজও মোছেনি তার। যদিও বিয়ে করে সংসারের করার প্রবল ইচ্ছা ছিল সল্লুর, আর তখনই আসে বিপত্তি। নেটিজেনরা বলেন, ঐশ্বর্যর সঙ্গে ঘনিষ্ঠতা নাকি এখনও ভুলতে পারেননি সল্লু, তার ব্যাচেলর থাকার পিছনে দায়ী ঐশ্বর্য। কিন্তু এটাই আসল কারণ নয়, বরং বলিউডের এই ডিভার জন্য তিনি আজও বলিউডের মোস্ট পপুলার 'চিরকুমার'।