Published : Apr 22, 2021, 10:15 AM ISTUpdated : Apr 22, 2021, 10:17 AM IST
বহু নায়িকার সঙ্গে গুঞ্জন শোনা গেলেও ৫০ পেরিয়েও তিনি বলিউডের মোস্ট পপুলার 'চিরকুমার'। বি-টাউনের মোস্ট পপুলার লাভারবয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন তাবড় তাবড় অভিনেত্রীরাও।বলিউডের ব্যাচেলর-এর তকমা আজও মোছেনি তার। যদিও বিয়ে করে সংসারের করার প্রবল ইচ্ছা ছিল সল্লুর, আর তখনই আসে বিপত্তি। নেটিজেনরা বলেন, ঐশ্বর্যর সঙ্গে ঘনিষ্ঠতা নাকি এখনও ভুলতে পারেননি সল্লু, তার ব্যাচেলর থাকার পিছনে দায়ী ঐশ্বর্য। কিন্তু এটাই আসল কারণ নয়, বরং বলিউডের এই ডিভার জন্য তিনি আজও বলিউডের মোস্ট পপুলার 'চিরকুমার'।
নেটিজেনরা বলেন, ঐশ্বর্যর সঙ্গে ঘনিষ্ঠতা নাকি এখনও ভুলতে পারেননি সল্লু, তার ব্যাচেলর থাকার পিছনে দায়ী ঐশ্বর্য।
710
পুরোনো এক সাক্ষাৎকারে সলমন আরও বলেছিলেন তিনি সংগীতা বিজলানিকে বিয়ে করতে চেয়েছিলেন। সূত্র থেকে তাদের বিয়ের ডেটও প্রকাশ্যে এসেছিস। কিন্তু পরে তা ভেঙে যায়।
810
সলমন নিজেও সংগীতার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন। এমনকী বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল।
910
তবে পরে জানা গেছিল অন্য সম্পর্কে হাতেনাতে সলমনকে ধরে ফেলেছিল সংগীতা।
1010
অনেকেই তার ব্যাচেলর থাকার পিছনে ঐশ্বর্যকে দায়ী মনে করেন। কিন্তু এটাই আসল কারণ নয়, বরং বলিউডের এই ডিভার জন্য তিনি আজও সিঙ্গেল