ঐশ্বর্যর সঙ্গে সঙ্গমের ঘনিষ্ঠতা কি এখনও ভুলতে পারছেন না সলমন, জানেন কেন 'ব্যাচেলর' ভাইজান

Published : Apr 22, 2021, 10:15 AM ISTUpdated : Apr 22, 2021, 10:17 AM IST

বহু নায়িকার সঙ্গে গুঞ্জন শোনা গেলেও ৫০ পেরিয়েও তিনি বলিউডের মোস্ট পপুলার 'চিরকুমার'। বি-টাউনের মোস্ট পপুলার  লাভারবয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন তাবড় তাবড় অভিনেত্রীরাও।বলিউডের ব্যাচেলর-এর তকমা আজও মোছেনি তার। যদিও বিয়ে করে সংসারের করার প্রবল ইচ্ছা ছিল সল্লুর, আর তখনই আসে বিপত্তি। নেটিজেনরা বলেন, ঐশ্বর্যর সঙ্গে ঘনিষ্ঠতা নাকি এখনও ভুলতে পারেননি সল্লু,  তার ব্যাচেলর থাকার পিছনে দায়ী  ঐশ্বর্য। কিন্তু এটাই আসল কারণ নয়, বরং বলিউডের এই ডিভার জন্য তিনি আজও বলিউডের মোস্ট পপুলার 'চিরকুমার'।

PREV
110
ঐশ্বর্যর সঙ্গে সঙ্গমের ঘনিষ্ঠতা কি এখনও ভুলতে পারছেন না সলমন, জানেন কেন 'ব্যাচেলর' ভাইজান

সলমনও থেমে থাকেনি। একের পর এক অভিনেত্রীর সঙ্গে প্রেমের লীলায় মেতে উঠেছিলেন বলিউডের এই লাভার বয়।

210

ঐশ্বর্য থেকে ক্যাটরিনা, সংগীতা বিজলানি, সোমি আলি,  ইউলিয়া, জ্যাকলিন কেউই বাদ যায়নি ভাইজানের তালিকা থেকে। তবে আজও তিনি কেন সিঙ্গেল।
 

310

সলমনকে নিয়ে অনুরাগীদের প্রশ্নের শেষ নেই। তবে ভাইজানের সবথেকে চর্চিত বিষয় হল কবে তিনি বিয়ে করছেন। আর কেনই বা তিনি এতদিন একা রয়েছেন।

410

একবার একটি সাক্ষাৎকারে সলমন জানিয়েছিল, সে রেখার জন্য পাগল ছিল এবং তাকে বিয়েও করতে চেয়েছিল। এবং তিনি জানিয়েছিলেন রেখার জন্যই তিনি কাউকে বিয়ে করেননি।

510

রেখাও ছাড়ার পাত্রী নন, মকে পে চৌঁকা মেরে রেখা জবাবে বলেছিলেন, 'শায়াদ মেরিবি ইসিলিয়ে না হুঁই'

610

নেটিজেনরা বলেন, ঐশ্বর্যর সঙ্গে ঘনিষ্ঠতা নাকি এখনও ভুলতে পারেননি সল্লু, তার ব্যাচেলর থাকার পিছনে দায়ী  ঐশ্বর্য।

710

পুরোনো এক সাক্ষাৎকারে সলমন আরও বলেছিলেন তিনি সংগীতা বিজলানিকে বিয়ে করতে চেয়েছিলেন। সূত্র থেকে তাদের বিয়ের ডেটও প্রকাশ্যে এসেছিস। কিন্তু পরে তা ভেঙে যায়।

810


সলমন নিজেও সংগীতার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন। এমনকী বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল।

910

তবে পরে জানা গেছিল অন্য সম্পর্কে হাতেনাতে সলমনকে ধরে ফেলেছিল সংগীতা।

1010

 অনেকেই তার ব্যাচেলর থাকার পিছনে ঐশ্বর্যকে দায়ী মনে করেন। কিন্তু এটাই আসল কারণ নয়, বরং বলিউডের এই ডিভার জন্য তিনি আজও সিঙ্গেল

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories