কাজলের কোন সাফল্য আজও সহ্য করতে পারেন না অজয়,নেপথ্যের কারণ কি শাহরুখ

Published : Apr 22, 2021, 06:59 AM IST

বলিউডে কম বেশি সব তারকারই কারুর না কারুর সঙ্গে রয়েছে মনোমালিন্যের সম্পর্ক। সেই তালিকা থেকে বাদ পড়েননি অভিনেতা অজয় দেবগণও। শাহরুখ খানের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ ঠিক কেমন, তা হাবেভাবেই বুঝিয়ে দিয়েছেন অজয় দেবগণ। তবে কাজল অভিনীত সেরা ছবি একবারও দেখেননি অজয়, রহস্য ফাঁস হতেই জল্পনা তুঙ্গে। 

PREV
19
কাজলের কোন সাফল্য আজও সহ্য করতে পারেন না অজয়,নেপথ্যের কারণ কি শাহরুখ

অজয় দেবগণের সঙ্গে ঠিক কেমন সম্পর্ক শাহরুখ খানের, এ নিয়ে কখনই মুখ খোলেননি দুই তারকাই। শত্রুতা না থাকলেও বন্ধুত্ব যে নেই তাই বুঝিয়ে ছিলেন অজয়। 

29

এক সাক্ষাৎকারে অজয় দেবগণকে প্রশ্ন করা হয়েছিলেন তাঁর সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক কেমন। তিনি সাফ জানিয়েছিলেন তাঁরা দুজনে বন্ধু নন। 

39

তবে এও স্পষ্ট করে দিয়েছিলেন যে বন্ধু না হলেও তাঁরা দুজনে শত্রু নন। একে অন্যের দরকারে পাশে থাকার কথাও জানিয়েছিলেন তিনি। 

49

কিন্তু বলিউডে এই দুই তারকাদের মধ্যে সম্পর্কের সমীকরণ নিয়ে একাধিক জল্পনা কান পাতলেই শোনা যায়। 

59

তবে দুজনের মধ্যে সম্পর্ক ঠিক না থাকার কারণটা কী, আজও পষ্ট নয়। যদিও কাজলকে ঘিরে সমস্যার কথা অনেকেই অনুমান করেন। 

69

এক সাক্ষাৎকারে অজয় দেবগণ জানিয়েছিলেন যে তিনি ডিডিএলজে ছবিটি নাকি কোনও দিন দেখেননি। শুনে অবাক হয়েছিলেন সকলেই। 

79

তাঁর স্ত্রী কাজলের জীবনের অন্যতম ছবি দেখেননি অজয় দেবগণ, তবে কী এর পেছনেও লুকিয়ে রয়েছে সেই শাহরুখ খানের সঙ্গে মনমালিন্যের সম্পর্কই।

89

কাজলের সঙ্গে অজয় দেবগণের বিয়ের পর সেভাবে আর পর্দায় দেখা যেত না কাজলকে। খুব কম ছবিই করেছেন অভিনেত্রী। তার মধ্যে দুটি শাহরুখ খানের সঙ্গে।

99

কাজলের সঙ্গে অজয় দেবগণের বিয়ের পর সেভাবে আর পর্দায় দেখা যেত না কাজলকে। খুব কম ছবিই করেছেন অভিনেত্রী। তার মধ্যে দুটি শাহরুখ খানের সঙ্গে।

click me!

Recommended Stories