দূরদর্শণ চ্যালেন এক সময় ফিরিয়ে দিয়েছিল মাধুরীকে, কেরিয়ারের শুরুতেই জোর ধাক্কা আজও ভোলেননি

Published : Apr 11, 2021, 01:02 PM IST

বলিউডে নব্বইয়ের দশকে ঝড় তুলেছিল মাধুরী দীক্ষিত। একের পর এক বল্ক বাসটার সুপারহিট ছবি ছিল মাধুরীর হাতে। কিন্তু সব তারকার জীবনেই শুরুতে কম বেশি স্ট্রাগেল থেকেই যায়। মাধুরীর জীবনও তাঁর ব্যতিক্রম নয়। 

PREV
18
দূরদর্শণ চ্যালেন এক সময় ফিরিয়ে দিয়েছিল মাধুরীকে, কেরিয়ারের শুরুতেই জোর ধাক্কা আজও ভোলেননি

মাধুরী দীক্ষিত পর্দায় একের পর এক হিট ছবি দিয়ে এসেছেন, অথচ সেই অভিনেত্রীর মুখের ওপর একদিন দরজা বন্ধ করেছিলেন অনেকেই। 

28

কেরিয়ারের তখন সবে শুরু। অভিনেত্রী হওয়ার স্বপ্ন মাধুরীর চোখে। তখনই মাধুরী জানতে পারেন তিনি দূরদর্শনের জন্য যথেষ্ট নন। 

38

মাধুরীর আবেদন দেখার পরই দূরদর্শন থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল এই টিভি শো-তে মাধুরীকে নেওয়া হবে না। 

48

এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তখন দূরদর্শনের মূলভবন ছিল দিল্লিতে। সেখানেই চলছিল নতুন কোনও মুখ সামনে আনার কথা। 

58

একটি টিভি সিরিয়াল বম্বে মেরি হ্যায় তে মাধুরীকে নেওয়ার কথা চলে। কিন্তু আশির দশকে সেই সুযোগ হাতছাড়া হয়েছিল অভিনেত্রীর।

68

মাধুরী শুরুতেই এমন ঘটনা ঘটার ফলে বেশ ধাক্কা খেয়েছিলেন, একই ঘটনা আবারও ঘটে গোবিন্দ নিহালিনিও একটি ছবি করাননি কথা হওয়ার সত্ত্বেও। 

78

অবশেষে ভাগ্যের পথ দেখিয়েছিল রাজশ্রী প্রযোজনা সংস্থার হাত ধরে। প্রথম ছবির প্রস্তাব আসে অবোধ, ১৯৮৪ সালে। 

88

তার পরের পথ চলাটা ইতিহাস। মাধুরী একের পর এক সুপারহিট ছবি উপহার দেয়, আর কখনই তাঁকে ফিরে তাকাতে হয়নি।

click me!

Recommended Stories