'দুই রণবীরই পালাঙ্ক তোড়', বেফাঁস মন্তব্যে অস্বস্তিতে তারকারা

Published : Apr 22, 2020, 01:39 PM IST

কথার পৃষ্ঠে কথা। এক কথার মানে দাঁড়ার বিপরীত। কী বলতে গিয়ে কী বলে ফেলা। একাধিক সময় অস্বস্তির মুখে পড়তে হয় তারকাদের। কখনও কেউ মুখ ফোস্ককে বলে ফেলেন গোপন সত্যি, আবার কারুর মুখে এমন কথাও শোনা যায় যার মানে বদলে হয়ে যায় উল্টো। এমনই কিছু তারকার অভিজ্ঞতা রয়েছে, যা পলকে তাঁদের ফেলেছিল অস্বস্তিতে। 

PREV
18
'দুই রণবীরই পালাঙ্ক তোড়', বেফাঁস মন্তব্যে অস্বস্তিতে তারকারা

দীপিকা পাড়ুকোনঃ দুই রণবীরের মধ্যে কেমিষ্ট্রি কার সঙ্গে বেশি ভালো, উত্তরে দীপিকা জানিয়ে ছিলেন দুজনেই পালঙ্ক তোড়। 

28

রণবীর কাপুরঃ করণকে চেপে ধরার কথা ছিল। আর করণ সোমানে বলে চলেছিল আরও জোরে আরও জোরে।

38

করণ জোহারঃ রণবীরের পাল্টা কথায় করণ জানিয়ে ছিলেন, রণবীর ঠিক করে ধরতে জানে না, জানলে আমার লাগত না, আলতে গাড়িতে ধাক্কা দিয়ে চেপে ধরার সিক্যুয়েন্স ছিল তাঁদের মধ্যে। 

48

আলিয়া ভাটঃ তিনি বডি বিল্ডারদের পছন্দ করেন না। পাতলা শরীর আর মজবুত মেশিন, এটাই চাই আলিয়ার।

58

বরুণ ধাওয়ানঃ ঘুম থেকে আন্ডার ওয়ারে উঠেন, ঘুমতে যান আন্ডার ওয়ারে। মাঝে কী হয় বলবেন না তিনি। 

68

শাহরুখ খানঃ শাহরুখ কাজলের মধ্যে রসায়ণ ঠিক কেমন, প্রশ্ন করলে শাহরুখ খামন জানিয়ে ছিলেন আমাদের পালঙ্ক তোড়, কী ঘর তোড় জানি না, ভাবিনি কখনই। 

78

সলমন খানঃ প্রকাশ্যে বলেছিলেন, নিয়ে নাও যত পার, আমি দিয়ে যাচ্ছি, একটু থেমে জানিয়েছিলেন ছবির কথা বলছেন তিনি। 

88

আলিয়া ভাটঃ আলিয়া ভাটপ্রকাশ্যেই বলেছিলেন, উনি অনেকক্ষণ ধরে নাড়ছেন, ওনাকে আগে দিন, পরবর্তীতে পরিষ্কার হয়েছিল যে তা মাইক।

click me!

Recommended Stories