Published : Apr 22, 2020, 01:08 PM ISTUpdated : Apr 22, 2020, 03:33 PM IST
লকডাউনে অনেক সম্পর্কের পরিণতি পাচ্ছে। এই লকডাউনে পুরোনো সম্পর্কগুলি যেন আরও কাছাকাছি চলে এসেছে। কিছুদিন আগেই বলিউডের প্রথম সারির লাভ বার্ডস রণবীর আলিয়ার ছবি প্রকাশ্যে এসেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে টাইগার শ্রফ এবং দিশা পাটানির ছবি। লকডাউনের মধ্যে তাদের নিয়ে উত্তাল হয়েছে বি-টাউন। দীর্ঘদিন ধরে তাদের একসঙ্গে থাকার গুজবও শোনা যাচ্ছে। করোনাই দুজনের মধ্যেকার সম্পর্ককে আবারও কাছাকাছি নিয়ে এসেছে বলেই অনেকে মনে করছেন। সত্যিই কি তাই। তাদের একসঙ্গে থাকা নিয়ে মুখ খুললেন টাইগারের বোন কৃষ্ণা।
কৃষ্ণা জানিয়েছেন তাদের পরিবারের সঙ্গে বরাবরই ভীষণ ভাল সম্পর্ক দিশার। বিশেষ করে দিশা তার বন্ধুর মতোন।
611
টাইগারের পরিবারের একেবারে কাছেই নিজের বাড়িতেই রয়েছেন দিশা। আর সেই কারণেই দিশার সঙ্গে কৃষ্ণার দেখা হচ্ছে।
711
কৃষ্ণার সাজগোজ থেকে টাইমপাস, মনের কথা শেয়ার করার প্রকৃত বন্ধুই দিশা। এমনকী টাইগারের মায়ের সঙ্গেও দিশার সম্পর্কও খুব ভাল।
811
কৃষ্ণা আরও জানান, লকডাউনে তারা বাজার করা থেকে টাইমপাস সবটাই একসঙ্গে করছেন।
911
শরীরচর্চাতেও যথেষ্ঠ ফ্রিক দিশা আর কৃষ্ণা। তাই এই লকডাউনে একসঙ্গে শরীরচর্চাও করছেন দুজনে। রাতের ডিনারও একসঙ্গে করছেন বলিউডের এই চর্চিত কাপল।
1011
যদিও বলিউডে কান পাতলেই তাদের সম্পর্ক নিয়ে এখনও চর্চা শোনা যায়।
1111
সম্প্রতি 'বাগি ৩' ছবিতে দেখা গেছে বলিউডের এই জুটিকে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।