বলিউডের অন্দরমহলে কান পাতলেই রণবীর-আলিয়ার বিয়ের কথা শোনা যাচ্ছে। অনেকেই বলছেন এই হাইপ্রোফাইল বিয়ের আসরও নাকি শীঘ্রই বসতে চলেছে। তবে সূত্র বলছে ফের বিয়ের দিনক্ষণ পিছিয়ে দিয়েছে রণবীর -আলিয়া, বারবার কেন বিয়ে পিছোচ্ছেন এই তারকা জুটি,তা নিয়েই জল্পনা বাড়ছে।