সবুজ রঙের শাড়ি, তার সঙ্গে ফুলস্লিভ ব্লাউজ, মাখায় বাঁধা খোপা, একেবারে অন্য অবতারে ধরা দিয়েছেন রাজকুমার পত্নী পত্রলেখা। সকলের সঙ্গে এবং মা দুর্গার সামনে দাঁড়িয়েও ছবিতে পোজ দিয়েছেন অভিনেত্রী ।ইতিমধ্যেই মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজো দেখতে প্রচুর মানুষের সমাগম হয়েছে।