Published : Sep 30, 2020, 08:56 AM ISTUpdated : Sep 30, 2020, 09:36 AM IST
তারক মেহতা কা উল্টা চশমা হিন্দি ধারাবাহিকের জগতে এক জনপ্রিয় সিরিয়াল। যার দর্শক সংখ্যা এক কথায় বলতে গেলে সর্বাধিক। ২৮ জুলাই ২০০৮ প্রথম এই ধারাবাহিক সম্প্রচার করা হয়েছিল। তবে থেকে যাত্রা শুরু। এই ধারবাহিকের মূল স্টারকাস্টদের পারিশ্রমিক কত জানেন!