জেঠালাল, দয়া একদিনের শ্যুটে কত আয় করেন, তারক মেহতা কা উল্টা চশমার পেমেন্টের তালিকা

তারক মেহতা কা উল্টা চশমা হিন্দি ধারাবাহিকের জগতে এক জনপ্রিয় সিরিয়াল। যার দর্শক সংখ্যা এক কথায় বলতে গেলে সর্বাধিক। ২৮ জুলাই ২০০৮ প্রথম এই ধারাবাহিক সম্প্রচার করা হয়েছিল। তবে থেকে যাত্রা শুরু। এই ধারবাহিকের মূল স্টারকাস্টদের পারিশ্রমিক কত জানেন! 

Jayita Chandra | Published : Sep 30, 2020 8:56 AM / Updated: Sep 30 2020, 09:36 AM IST
17
জেঠালাল, দয়া একদিনের শ্যুটে কত আয় করেন, তারক মেহতা কা উল্টা চশমার পেমেন্টের তালিকা

দিলীপ যোশী, জেঠালাল- এই চরিত্রে অভিনয় করার জন্য প্রতিটা দিন শ্যুটের জন্য দিলীপ চার্জ করে থাকেন ৫০ হাজার টাকা। 

27

দিশা ভাকানি, দয়া- এই ধারাবাহিকের এক অন্যতম চরিত্র হল দয়া। দয়া একদিনের শ্যুটিং পিছু নিয়ে থাকেন ৪০ হাজার টাকা। আর মাসে ২৪ দিন ইনি শ্যুট করেন। 

37

মান্দর চান্দওয়ারকার, আত্মারাম- প্রতিদিন শ্যুটের জন্য ইনি নিয়ে থাকেন ৩০ হাজার টাকা। ২০ থেকে ২১ দিন তিনি শ্যুট করে থাকেন। 

47

শৈলেশ লোধা, তারক মেহতা- তারক মেহতা হলেন অন্যতম মূল চরিত্র এই ধারাবাহিকের। এই চরিত্রে অভিনয়ের জন্য শৈলেশর নিয়ে থাকেন ৩২ হাজার টাকা দিনপিছু। 

57

নেহা মেহেতা, অঞ্জলি- ইনি শ্যুট করেন মাসের মধ্যে ১৫ দিন। আর দিন পিছু নিয়ে থাকেন ২৫ হাজার টাকা। 

67

মুনমুন দত্ত, ববিতা- মাসের মধ্যে ইনি শ্যুট করে থাকেন ১৬-১৭ দিন। আর দিন পিছু পারিশ্রমিক নিয়ে থাকেন ৩০ হাজার টাকা। 

77

অমিত ভাট, চম্পক চাচাজি- মাসের মধ্যে ইনি শ্যুট করেন ২১ দিন। আর একদিনের শ্যুটের জন্য ইনি নিয়ে থাকেন ৩৫ হাজার টাকা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos