বলিউডের সিরিয়াল কিসসিং ইমরান হাসমি। ক্যামেরার সামনে ঘনিষ্ঠ চুম্বনেই বাজিমাত। লিপলক থেকে ঘনিষ্ঠ দৃশ্যে সাবলীল অভিনয় করে অনেক দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। যৌন দৃশ্যকে দর্শকদের সামনে খুবই সহজ ভাবে পৌঁছে দিয়েছেন ইমরান। শুধু ঘনিষ্ঠ দৃশ্য নয়, এর পাশাপাশি বেশকিছু সিনেমায় তাঁর অভিনয় এক কথায় অনবদ্য। রোম্যান্সের হটস্টার সেই ইমরানই কিন্তু চেয়েছিলেন বাস্তব জীবনে অন্য কিছু করতে, যা আপনাকে অবাক করবে।