ক্রপ টপের পাশ দিয়ে বেরিয়ে সুডৌল স্তন, টোনড ফিগারের হট কার্ভসে আগুন জ্বালালেন এষা

এষা গুপ্তার শরীরী খাঁজে যেন আগুন জ্বলছে নেটদুনিয়ায়। ফের সেক্সি লুকে  খবরের শিরোনামে উঠে এলেন 'জন্নত ২' খ্যাত অভিনেত্রী এষা গুপ্তা। বরাবরই বোল্ড লুকে ঝড় তুলতে সিদ্ধহস্ত বলিউডের জনপ্রিয় মডেল অভিনেত্রী এষা গুপ্তা। একের পর এক ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া। নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চরিয়ে ফের ঝড় তুললেন বলি অভিনেত্রী এষা গুপ্তা (Esha Gupta) । অভিনেত্রীর ডি গ্ল্যাম লুকে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। ব্রালেট পোশাকের ফাঁক দিয়ে ঠিকরে বেরোচ্ছে সুডৌল বক্ষযুগল। সাদা অন্তর্বাসে বেরিয়ে রয়েছে নিতম্বের একাংশ। উরু বার করে বোল্ড পোজে ঝড় তুলেছেন বলি ডিভা। সেক্সি শরীরের নিখুঁত কার্ভস দেখিয়ে রাতের ঘুম কেড়ে নিলেন এষা গুপ্তা। প্রতিটি ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একনজরে দেখে নিন এষার ছবিগুলি।

Riya Das | Published : Mar 18, 2022 5:56 AM IST
110
ক্রপ টপের পাশ দিয়ে বেরিয়ে সুডৌল স্তন, টোনড ফিগারের হট কার্ভসে আগুন জ্বালালেন এষা

বলিউডের জনপ্রিয় মডেল অভিনেত্রী এষা গুপ্তা বরাবরই বোল্ড লুকে ঝড় তুলতে সিদ্ধহস্ত। ফের সেক্সি লুকে  খবরের শিরোনামে উঠে এলেন 'জন্নত ২' খ্যাত অভিনেত্রী এষা গুপ্তা।  উন্মুক্ত বক্ষের ভাঁজে, নিতম্বের উষ্ণ আবেদনে  উষ্ণতার পারদ চড়িয়েছেন এষা গুপ্তা (Esha Gupta)।
 

210

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এষা গুপ্তা।  যেখানে লাল ক্রপ টপ এবং সাদা রঙের অন্তর্বাসে দেখা গিয়েছে এষাকে (Esha Gupta) । ছবিতে নিজের টোনড ফিগার ফ্লন্টস করেছেন নায়িকা। সেক্সি শরীরের ভাঁজে শিহরণ তুলেছেন বলি নায়িকা।

310

এষার গা গরম করা ছবি দেখেই পাগল হয়েছেন ভক্তরা। হু হু করে ভাইরাল হয়েছে  প্রতিটি ছবি। কমেন্টেও ভরে গিয়েছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতা। সেক্সি ফিগারের কার্ভস দেখিয়ে নেটপাড়ায় আগুন জ্বালিয়েছেন এষা গুপ্তা (Esha Gupta) ।

410

 উষ্ণতার পারদ চড়িয়ে শিরোনামে উঠে এসেছেন এষা গুপ্তা। যা নিয়ে ফের সরগরম নেটদুনিয়া। প্রতিটি ছবিতেই সুপারহট কিলার লুকে রাতের ঘুম কেড়েছেন এষা গুপ্তা (Esha Gupta) । 
 

510

সাদা অন্তর্বাস টেনে ধরে ছবিতে পোজ দিয়েছেন এষা (Esha Gupta)। নেটিজেনদের মধ্যে একজন কমেন্টে জানিয়েছেন,  'খুব সুন্দর'। আবার একজন কমেন্টে জানিয়েছেন, 'ট্যান সান কিসড'। কেউ কেউ আবার আগুনের এবং ভালবাসার ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন।

610

বি-টাউনের হট অভিনেত্রীদের তালিকায় ইতিমধ্যেই এষা গুপ্তা (Esha Gupta) দাঁপিয়ে বেড়াচ্ছেন। স্বল্প পোশাকে নেটদুনিয়ায় হামেশাই ঝড় তোলেন বলি ডিভা। । উন্মুক্ত বক্ষের ভাঁজে কিংবা নিতম্বের উষ্ণ আবেদন -সবেতেই উষ্ণতার পারদ চড়াচ্ছেন এষা গুপ্তা। 
 

710

উন্মুক্ত বক্ষ-বিভাজিকা, চাবুক শরীরে একের পর এক হট পোজে ঘায়েল করেছেন বলি নায়িকা। এষার যে কোনও ছবি পোস্ট করা মাত্রই  তা নিমেষে ভাইরাল হয়ে যায় (Esha Gupta)। এবারও তার অন্যথা হল না।

810

ফ্লোরাল বিকিনিতে শরীরের খাঁজ দেখিয়ে ঝড় তুললেন এষা গুপ্তা। সেক্সি শরীরের নিখুঁত কার্ভস দেখিয়ে রাতের ঘুম কেড়ে নিলেন এষা গুপ্তা। প্রতিটি ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কোনও কিছু পোস্ট করা মাত্রই  তা নিমেষে ভাইরাল হয়ে যায়,আর সেই ট্রিকস-কেই কাজে লাগান এষা (Esha Gupta)।

910

এষার সেক্সি ফিগার দেখে অনেকেই হলিউডের কিম কার্দাশিয়ানের সঙ্গে তুলনা করে তাকে ভারতের কিম কার্দাশিয়ান বলে। তার নিখুঁত কাভর্স, নির্মেদ চেহারার দিকেই সকলের চোখ  আটকে থাকে (Esha Gupta)।

1010

 এর আগেও ক্যামেরার সামনে  নগ্ন হয়ে বোল্ড অবতারে ধরা দিয়েছিলেন এষা। অভিনেত্রীর উন্মুক্ত ক্লিভেজে চোখ আটকে নেটিজেনদের।ছবিগুলি সামনে আসতেই লাইক আর কমেন্টের সংখ্যা হু হু করে বেড়ে গেছে (Esha Gupta)। যদিও এই প্রথমবার নয়, এর আগেও নিজের টপলেস ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। 

Share this Photo Gallery
click me!

Latest Videos