সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এষা গুপ্তা। যেখানে লাল ক্রপ টপ এবং সাদা রঙের অন্তর্বাসে দেখা গিয়েছে এষাকে (Esha Gupta) । ছবিতে নিজের টোনড ফিগার ফ্লন্টস করেছেন নায়িকা। সেক্সি শরীরের ভাঁজে শিহরণ তুলেছেন বলি নায়িকা।
310
এষার গা গরম করা ছবি দেখেই পাগল হয়েছেন ভক্তরা। হু হু করে ভাইরাল হয়েছে প্রতিটি ছবি। কমেন্টেও ভরে গিয়েছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতা। সেক্সি ফিগারের কার্ভস দেখিয়ে নেটপাড়ায় আগুন জ্বালিয়েছেন এষা গুপ্তা (Esha Gupta) ।
সাদা অন্তর্বাস টেনে ধরে ছবিতে পোজ দিয়েছেন এষা (Esha Gupta)। নেটিজেনদের মধ্যে একজন কমেন্টে জানিয়েছেন, 'খুব সুন্দর'। আবার একজন কমেন্টে জানিয়েছেন, 'ট্যান সান কিসড'। কেউ কেউ আবার আগুনের এবং ভালবাসার ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন।
উন্মুক্ত বক্ষ-বিভাজিকা, চাবুক শরীরে একের পর এক হট পোজে ঘায়েল করেছেন বলি নায়িকা। এষার যে কোনও ছবি পোস্ট করা মাত্রই তা নিমেষে ভাইরাল হয়ে যায় (Esha Gupta)। এবারও তার অন্যথা হল না।
810
ফ্লোরাল বিকিনিতে শরীরের খাঁজ দেখিয়ে ঝড় তুললেন এষা গুপ্তা। সেক্সি শরীরের নিখুঁত কার্ভস দেখিয়ে রাতের ঘুম কেড়ে নিলেন এষা গুপ্তা। প্রতিটি ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কোনও কিছু পোস্ট করা মাত্রই তা নিমেষে ভাইরাল হয়ে যায়,আর সেই ট্রিকস-কেই কাজে লাগান এষা (Esha Gupta)।
910
এষার সেক্সি ফিগার দেখে অনেকেই হলিউডের কিম কার্দাশিয়ানের সঙ্গে তুলনা করে তাকে ভারতের কিম কার্দাশিয়ান বলে। তার নিখুঁত কাভর্স, নির্মেদ চেহারার দিকেই সকলের চোখ আটকে থাকে (Esha Gupta)।
1010
এর আগেও ক্যামেরার সামনে নগ্ন হয়ে বোল্ড অবতারে ধরা দিয়েছিলেন এষা। অভিনেত্রীর উন্মুক্ত ক্লিভেজে চোখ আটকে নেটিজেনদের।ছবিগুলি সামনে আসতেই লাইক আর কমেন্টের সংখ্যা হু হু করে বেড়ে গেছে (Esha Gupta)। যদিও এই প্রথমবার নয়, এর আগেও নিজের টপলেস ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।