বলিউডের চকোলেট বয় রণবীর কাপুরও (Rabir Kapoor)হোলি খেলতে একদম পছন্দ করেন না। তবে এবছর তিনি দোল (Holi 2022) খেলবেন কিনা, সেটাই দেখার। উল্লেখ্য, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে বালাম পিচকারি গানের শুটিংয়ে তাকে যখন রং নিয়ে খেলতে বলা হয়েছিল তা অভিনেতার কাছে খুবই অস্বস্তিকর বিষয় ছিল।