অভিনেত্রীর এই প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা । কেউ কেউ আবার অভিনেত্রীকে পরামর্শ দিয়েছেন, নিজের ব্যক্তিগত জীবন এভাবে সবার সামনে না আনতে। তবে সমালোচকদের সমালোচনাকে পাত্তা না দিয়ে নতুন মা সাফ জানিয়েছেন, মা হওয়ার এই জার্নিটা আমি সমস্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি দেওয়া গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কাজের পাশাপাশি। ব্রেস্ট ফিডিংয়ের ছবি দিয়ে তিনি আরও জানান, এই ধরনের ছবি দুর্বলতা এবং শক্তি একইসঙ্গে ফুটিয়ে তোলে। এবং আমার এটা বেশ ভাল লাগে। স্তন্যপান আমার মতে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এবং এই কারণেই মেয়েদরে স্তন থাকে, তাহলে এত লজ্জা কিসের (Evelyn Sharma)।