কী রঙের 'অন্তর্বাস' পরেন শাহরুখ, ভক্তের নোংরা প্রশ্নে রেগে আগুন 'কিং খান', দিলেন যোগ্য জবাব

জন্মদিনের কয়েকদিন আগে টুইটারে '#AskSRK' সেশন হোস্ট করেছিলেন শাহরুখ। কেটে গিয়ে পাঁচ মাস। এতদিন পর ভক্তদের প্রশ্নের জবাব দিতে নেটদুনিয়ায় হাজির শাহরুখ। শাহরুখের ঘোষণা মাত্রই টুইটারে ট্রেন্ডিং এই সেশন। বলিউডের হার্টথ্রব শাহরুখ খানকে নিয়ে সবসময়েই চর্চা হয়েই চলেছে। বাদশার ব্যক্তিগত জীবন নিয়ে উন্মাদনা তুঙ্গে। ব্যক্তিগত জীবনের প্রশ্নে এবারও সেন্স অফ হিউমার দিয়ে ছক্কা হাঁকালেন বলিউডের বাদশা শাহরুখ খান। 

Riya Das | Published : Apr 1, 2021 11:47 AM
19
কী রঙের 'অন্তর্বাস' পরেন শাহরুখ, ভক্তের নোংরা প্রশ্নে রেগে আগুন 'কিং খান', দিলেন যোগ্য জবাব

 কেটে গিয়ে পাঁচ মাস। জন্মদিনের কয়েকদিন আগে টুইটারে '#AskSRK' সেশন হোস্ট করেছিলেন শাহরুখ। 

29

দীর্ঘদিন পর ভক্তদের প্রশ্নের জবাব দিতে নেটদুনিয়ায় হাজির শাহরুখ খান। শাহরুখের ঘোষণা মাত্রই টুইটারে ট্রেন্ডিং এই সেশন। 

39

বলিউডের হার্টথ্রব শাহরুখ খানকে নিয়ে সবসময়েই চর্চা হয়েই চলেছে। বাদশার ব্যক্তিগত জীবন নিয়ে উন্মাদনা তুঙ্গে। 

49

টুইটারে '#AskSRK'সেশনে অনেকসময়েই ভক্তরা সুযোগের সদ্বব্যবহার করতে চান। কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিনেতাকে ট্রোল করবার পাত্র তিনি নন।

59


সম্প্রতি এক ভক্ত শাহরুখকে আচমকাই প্রশ্ন করেন , স্যার আপনার অন্তর্বাসের রং কী, ভক্তের প্রশ্নের উত্তরে  ছেড়ে দেওয়ার পাত্র নন শাহরুখ খান।

69


ভক্তের নোংরা প্রশ্নের জবাবে শাহরুখ জানান, আমি এই সেশন গুলো করি কিছু ক্লাসি এবং শিক্ষিত প্রশ্নের জন্য।

79

কিং খানের জবাব পেয়েই সঙ্গে সঙ্গে টুইটটি মুছে ফেলেন অনুরাগী। যদিও ততক্ষণে টুইটের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
 

89

ব্যক্তিগত জীবনের প্রশ্নে এবারও সেন্স অফ হিউমার দিয়ে ছক্কা হাঁকালেন বলিউডের বাদশা শাহরুখ খান।

99


দীর্ঘ ৪ বছর পর বড়পর্দায় ফিরতে চলেছে শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি পাঠান-এ দীপিকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos