ভক্তের হাতে শাহরুখের ট্যাটু শীঘ্রই খারাপ হয়ে যাবে, কেন এমন উক্তি করলেন কিং খান

কিংখান বলে কথা। লক্ষ লক্ষ ভক্তের মাঝে এই সুপার স্টার আজ এককথায় ভগবান। জিরো শেষ ছবি, তারপর আর পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। তবে ভক্তরা কোনমতেই কিং খানের স্মৃতি ফিকে হতে দিতে নারাজ। কখনও মান্নাতের বাইরে হাজার হাজার মানুষের ভিড়, কখনও আবার কিং খানের জন্য অদ্ভুত এক উন্মাদনা, এরাই তো ফ্যান, এরাই তো স্টার করে তোলে স্টারদের।

Jayita Chandra | Published : Apr 8, 2021 9:22 AM
110
ভক্তের হাতে শাহরুখের ট্যাটু শীঘ্রই খারাপ হয়ে যাবে, কেন এমন উক্তি করলেন কিং খান

শাহরুখ খানের ভক্তসংখ্যা গোটা বিশ্ব জুড়ে সংখ্যায় গুনে শেষ করা যাবে না তা কারও অজানা নেই।

210

তবে সম্প্রতি নেট দুনিয়ার মধ্যে দিয়ে আবারও সকলের নজরে উঠে এলো এক ভক্তের ভালোবাসার ছবি।

310

শাহরুখ ইউনিভার্স দিল্লির মেম্বার যতীন। বরাবরই তিনি শাহরুখকে ভগবানের চোখেই দেখে এসেছে।
 

410

তার কথায়, শাহরুখের সঙ্গে তার সম্পর্ক টাই আলাদা। আর তাই সেই ভগবানকে স্থান দিলেন এবার নিজের শরীরে।

510

কিং খানের একটি ট্যাটু হাতে বানিয়ে সেই ছবি শেয়ার করলেন যতীন। যা মুহূর্তে নেটদুনিয়ায় হয়ে উঠল ভাইরাল।

610

যতীনের এই ভালোবাসা শাহরুখের কাছে পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগেনি। তবে ট্যাটু দেখে কি বললেন কিং খান।

710

কেন কয়েকদিনের মধ্যেই ভক্তের হাতে থাকা ট্যাটু খারাপ হয়ে যাবে, মজার ছলে নজর কাড়লেন শাহরুখ।

810

হাতে ট্যাটু থাকায় তিনি দাড়ি কাটতে পারবেন না, কারণ এই ট্যাটুতে শাহরুখ রয়েছেন শুধুই বুক পর্যন্ত ছবি। নেই হাত। 

910

নেই হাত দাড়ি কাটারও প্রশ্ন নেই। আর এতেই বিপত্তি। কদিন পরেই ট্যাটুর মুখে দাড়ি গজিয়ে গেলে তখন কি হবে।

1010

সুন্দর ট্যাটুটি তখন দেখতে বাজে লাগবে, কিং খানের এই মজার রিপ্লাই মুহূর্তে সকলের নজর কাড়ে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos