রেগে গিয়ে ফারহার বরের গালে চড় শাহরুখের, মুহূর্তে ভেঙেছিল দীর্ঘদিনের বন্ধুত্ব

Published : Apr 16, 2020, 03:22 PM ISTUpdated : Apr 16, 2020, 03:29 PM IST

শাহরুখ খানের সঙ্গে ফারহার বন্ধুত্বের সম্পর্কের কথা সকলেই জানেন। কিন্তু তাঁদের সম্পর্কের এই গভীরতার মাঝে ঢুকে পড়েছিলেন ফারহা খানের বর শিরিশ কুন্দর। ফারহার উপস্থিতিতে ঝড় উঠেছিল বিতর্কের। এমনই পরিস্থিতিতে শাহরুখের পাশ থেকে সরে গিয়েছিলেন তাঁর পরিচালক বন্ধু। 

PREV
19
রেগে গিয়ে ফারহার বরের গালে চড় শাহরুখের, মুহূর্তে ভেঙেছিল দীর্ঘদিনের বন্ধুত্ব
শাহরুখ খানের সঙ্গে সব পরিচালদের সম্পর্কই বেশ ভালো। তবে তাঁদের মধ্যে অন্যতম হলেন ফারহা খান ও করণ জোহার। 
29
ফারহার সঙ্গে একের পর এক ব্লক বাস্টার ছবি উপহার দিয়েছিলেন তিনি। প্রকাশ্যেই দেখা যেত শাহরুখ ও ফারহার বন্ধুত্বের গভীরতা। 
39
তবে একটা স্টার সারা জীবন ভালো ছবি উপহার দিতে পারেন না। তেমনই শাহরুখ খানের একটি ছবি ছিল রা ওয়ান। 
49
বক্স অফিসে এই ছবি মুখ থুবরে পড়েছিল। এমনই সময় সঞ্জয় দত্তের একটি পার্টিতে গিয়েছিলেন শাহরুখ খান। উপস্থিত ছিলেন ফারহা ও তাঁর স্বামী শিরিশও। 
59
কযেয়দিন আগেই শিরিশ মন্তব্য করেছিলেন যে শাহরুখ খানে ১৫০ কোটির ফ্লপ ছবি নিয়ে। কিন্তু ফারহার কথা ভেবে চুপ ছিলেন শাহরুখ খান। 
69
পড়াশুনো ও খেলাধূলো পর তিনি দিল্লির স্কুল অফ ড্রামা থেকে অভিনয় শিক্ষা নেন। কলেজ জীবনেই গৌরীর সঙ্গে পরিচয় হয় শাহরুখের।
79
কিন্তু ক্রমেই তাঁকে বিরক্ত করতে থাকেন ফারহার স্বামী। তিনি পার্টিতে বারে বারে শাহরুখ খানের কানে কাছে এসে কিছু বলার চেষ্টা করছিলেন। 
89
পুরো বিষয়টাই লক্ষ্য করেছিলেন ফারহা। কিন্তু গুরুত্ব দেননি। এমনই অবস্থায় শাহরুখ খান ফারহার বরের গালে এক চড় মারের। 
99
শেখানেই সম্পর্কে ইতি টানেন ফারহা। এরপর থেকে শাহরুখ ও ফারহাকে সহজ হতে তেমন ভাবে আর দেখা যায়নি। যদিও সেদিন কী বলেছিলেন শিরিশ তা আজও স্পষ্ট নয় কারুর কাছেই। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories