কেন দীর্ঘ দিনের সম্পর্ক ডিভোর্সে পৌঁছেগেল, নিজের খামতি নিজেই স্বীকার করেছিলেন হৃত্বিক

Published : May 20, 2021, 03:13 PM IST

১৭ বছরের সম্পর্ক। মুহূর্তে ভেঙে গেল সেই বাঁধন। ছোট থেকেই একে অন্যের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন সুজন ও হৃত্বিক। তবে এমন কী হল যার জন্য এমন অবস্থার সন্মুখীন হতে হয়েছিল হৃত্বিককে! 

PREV
110
কেন দীর্ঘ দিনের সম্পর্ক ডিভোর্সে পৌঁছেগেল, নিজের খামতি নিজেই স্বীকার করেছিলেন হৃত্বিক

হৃত্বিক রোশন ও সুজন খানের মধ্যে সম্পর্ক নিয়ে প্রথম থেকেই আশাবাদী ছিলেন ভক্তরা। তাঁরা প্রকাশ্যেই একে অন্যের প্রতি অনুভুতি তুলে ধরতেন।

210

কিন্তু কোথাও গিয়ে যেন সেই সম্পর্ক একটা সময়ের পর কাজ করে না। তখনও হৃত্বিক বলিউড স্টার হননি।

310

বিয়ে করেছিলেন সুজনকে, তাঁদের দুই সন্তানও হয়। তবে সুপারস্টার ক্রমেই নিজের পসার জমাতে থাকেন বিটাউনে।

410

বলিউডে পা রাখার পর কোথাও গিয়ে যেন সেই সম্পর্কে ছেদ পড়তে শুরু করে। একটা সময়ের পর সুজন বাড়ি ছেড়ে চলে যান।

510

এমনই অবস্থাতে প্রকাশ্যে হৃত্বিক রোশান জানান ডিভোর্সের খবর। পুরো বিটাউন হতবাক হয়েছিল এই খবরে।

610

রাকেশ রোশন প্রকাশ্যে জানিয়ে ছিলেন সুজন বাড়ি ছেড়ে চলে গিয়েছে কারণ তাঁর বাড়ির ইন্টিরিয়র পছন্দ হয়নি।

710

প্রাক্তন স্বামীর জন্মদিনে নজরকাড়া এই পোস্ট দেখে সম্পর্কের নতুন মোড়ের ইঙ্গিত করছেন সমালোচকদের একাংশ। বর্তমানে 'ক্রিশ৩'সিক্যুয়েলে সুপারহিরো অবতারে তিনি ধরা দেবেন। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

810

যদিও এমন বিষয় নয়, তা স্পষ্ট করে দেন সুজন। কিন্তু হৃত্বিকের দিকে কখনই আঙুল তোলেননি তিনি।

910

ততদিনে হৃত্বিকের জীবনে কঙ্গনা রানওয়াত জড়িয়ে পড়েছেন। পরবর্তীতে তা নিয়ে দুঃখ প্রকাশ করেন অভিনেতা।

1010

জানান, তিনি এই সম্পর্ক ভাঙনের জন্য দায়ী। অনেকর সঙ্গেই তিনি সম্পর্কে জড়িয়ে পড়ছিলেন, যা কারুর পক্ষেই সহ্য করা সম্ভব নয়।

click me!

Recommended Stories