তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার চর্চায় উঠে এসেছেন বচ্চন বধূ। কখনও লিপস্টিক তো কখন স্বামীকে হাত ধরে হাঁটা. আবার কখনও মেয়েকে চুমু খাওয়া নিয়ে , আবার বেগুনি লিপস্টিক পরে ফ্যাশন নিয়েওএকাধিক কটাক্ষের মুখে পড়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী (Aishwarya Rai Bachchan) ।