শাহরুখ খানের ওটিটি ধামাকা নিয়ে বি-টাউনে শুভেচ্ছার ঝড়

শাহরুখ খান বলি পাড়ায় এক দীর্ঘ পথ ইতিক্রম করে ফেলেছেন তিনি। টেলিভিশন দুনিয়া থেকে বলিউডে পা রেখেছিলেন দু চোখ ভরা স্বপ্ন নিয়ে। এরপর একের পর হিট ছবি উপহার দিয়ে হয়ে উঠছিলেন কিং অব রোম্যান্স। তবে টেলিভিশন, সিনেমা তো হল এবার এক নতুন যাত্রা শুরু করতে চলেছেন শাহরুখ। ওটিটিতে আত্মপ্রকাশ করতে চলেছেন বলিউড বাদশা। সোশ্যাল পোস্ট করে সে কথা নিজেই জানিয়েছেন কিং খান। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শুভেচ্ছার ঝড়। 
 

Riya Dey | Published : Mar 15, 2022 3:12 PM IST
110
শাহরুখ খানের ওটিটি ধামাকা নিয়ে বি-টাউনে শুভেচ্ছার ঝড়

ওটিটি দুনিয়ায় কেন নেই শাহরুখ খান? এই প্রশ্ন অনেকদিন থেকেই ঘুরপাক শাহরুখ অনুগামীদের মাঝে। হয়তো ভক্তদের সেই ইচ্ছাপূরণে এক ধাপ এগোলেন শাহরুখ খান (Shahrukh Khan)। এদিন সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় সে কথাই জানালেন শাহরুখ খান। 
 

210

সকালেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাহরুখ খান লেখেন, 'কুছ কুছ হোনে ওয়ালা হ্যায়, ওটিটি কে দুনিয়া মে' এবং সেইসঙ্গে একটি ছবি পোস্ট করেন যেখানে লেখা  'শীঘ্রই আসতে চলেছে SRK+।
 

310

ওটিটিতে নতুন যাত্রা শুরু করতে চলেছেন শাহরুখ এই খবর প্রকাশ্যে আসতেই বলিউডে শুরু হয় শুভেচ্ছার ঝড়। শাহরুখ খানের এই নতুন শুভারম্ভে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন সলমন খান থেকে করণ জোহর সকলেই। 
 

410

ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন শাহরুখ খান। আর এই খবর জেনে চুপ থাকেন নি ভাইজান। তাই শাহরুখের কাছে সোজা পার্টিই চেয়ে বসলেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সলমন (Salman Khan) লেখেন, 'আজ কি পার্টি টেরি তরফ সে। তোমার নতুন ওটিটি অ্যাপ SRK+ এর জন্য অনেক শুভেচ্ছা রইল। 
 

510

বি- টাউনে শাহরুখ খান আর ধর্মা মুভিজের সম্পর্ক বহুদিনের, আর শাহরুখ খান এবং করণ জোহরের বন্ধুত্বও সকলেরই জানা। দীর্ঘদিন ধরে একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তারা। এবার শাহরুখের এই খুশির খবরে দারুন উচ্ছাসিত করণ জোহর ও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে করণ (Karan Johar) লেখেন, 'এই বছরের শ্রেষ্ঠ খবর এটা। শাহরুখ তুমি ওটিটিকে একটা নতুন রূপ দিতে চলেছ। আমি খুব খুশি।'
 

610

শাহরুখ খানের সঙ্গে পরিচালক অনুরাগ কাশ্যপের সম্পর্ক ও খুবই মধুর। বিভিন্ন সময় সাংবাদিকের সম্মুখীন হয়ে সে কথার প্রমাণ দিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তবে এবার শাহরুখের ওটিটি যাত্রার খবর পেয়ে বেজায় খুশি অনুরাগ কাশ্যপ। টুইটারে তিনি লেখেন, 'শাহরুখ খানের নতুন অ্যাপ SRK+ এ একসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমার স্বপ্ন সত্যি হল।'
 

710

'রেইস', 'ডন', 'ডন ২'- সহ বেশ কিছু ছবিতে শাহরুখ খানের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন অভিনেতা ফারহান আখতার। এদিন সকালে শাহরুখ খানের ওটিটি যাত্রার ঘোষণার পর নিজের কৌতূহলের কথা প্রকাশ করেছেন ফারহান আখতার। টুইটারে তিনি লেখেন, 'বাহ! অভিনন্দন, তবে এবার কীভাবে কী করতে হবে সেটা জানার অপেক্ষায় রইলাম।'
 

810

২০১৭ সালের মুক্তিপ্রাপ্ত ছবি 'রেইস' - এ শাহরুখ খানের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন পরিচালক রাহুল ঢোলাকিয়া। এবার শাহরুখের ওটিটি ঘোষণা নিয়ে তাঁকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি। টুইটারে তিনি লেখেন, 'অভিনন্দন! আর অপেক্ষা করতে পারছি না।'
 

910

২০২১ সালেই ওটিটিতে আত্মপ্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখ। ডিজনি+ হটস্টারের একটি বিজ্ঞাপনের পিছনে মূল বার্তা ছিল 'সিওয়ায় শাহরুখ' অর্থাৎ কেবল শাহরুখই নেই। সেই বিজ্ঞাপিন্তি পোস্ট করার সময় শাহরুখ লিখেছিলেন 'পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত।' সম্ভবত ছেলে আরিয়ানের মাদক কাণ্ডের জড়িয়ে পড়ার বিষয়টি না ঘটলে এর আগেই ওটিটির ঘোষণা করে দিতেন শাহরুখ খান। 
 

1010

শাহরুখের ওটিটি অ্যাপের ঘোষণা শুধু বলিউডেই নয়, শাহরুখ অনুরাগীদের মধ্যেও এক গভীর প্রভাব ফেলেছে। শুধু ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশই নয় SRK+ নামে নিজস্ব অ্যাপ খুলতে চলেছেন কিং খান। সকাল থেকেই তাঁর ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছার ঝড় উঠেছে নেট পাড়ায়। 
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos