'রেইস', 'ডন', 'ডন ২'- সহ বেশ কিছু ছবিতে শাহরুখ খানের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন অভিনেতা ফারহান আখতার। এদিন সকালে শাহরুখ খানের ওটিটি যাত্রার ঘোষণার পর নিজের কৌতূহলের কথা প্রকাশ করেছেন ফারহান আখতার। টুইটারে তিনি লেখেন, 'বাহ! অভিনন্দন, তবে এবার কীভাবে কী করতে হবে সেটা জানার অপেক্ষায় রইলাম।'