Published : Oct 28, 2021, 04:48 PM ISTUpdated : Oct 28, 2021, 05:03 PM IST
বলি তরকারা কখন, কোথায় যাচ্ছেন তা জানার জন্য সর্বদাই মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। মুম্বইয়ের অলিতে-গলিতে পাপারাৎজির চোখ যেন সর্বদা ঘুরছে। কেউ জিমে যাচ্ছেন তো কেউ আবার শুটিং সেটে, আবার কেউ লাঞ্চ- ডিনার উপভোগ করছেন। তেমনই বৃহস্পতিবার একাধিক সেলেবকে দেখা গেল জিম থেকে এয়ারপোর্টে। সইফ কন্যা সারা আলি খান থেকে ভূমি পেড়নেকর, পাপারাৎজির ক্যামেরায় নজর কাড়লেন কোন সেলেবরা, দেখে নিন একনজরে।
বান্দ্রার স্টুডিওর বাইরে বলি অভিনেত্রী ইয়ামি গৌতমকে (Yami Gautam) দেখা গেছে। খোলা চুল, ধূসর রঙের ছোট পোশাক তার উপর ছিল জিন্সের জ্যাকেট। তবে ছবিতে পোজ দেওয়ার জন্য তার কোনও মুড ছিল না তা ছবিতেই স্পষ্ট।
29
পতৌদির নবাব তথা বলিউড অভিনেতা সইফ আলি খানের একমাত্র কন্যা সারা আলি খানকে (Sara Ali Khan )জিমের বাইরে দেখা গেছে। হট প্যান্ট, নীল সাদা ফুল হাতা হুডি দেওয়া ফুলস্লিভ টপে, কাধে বড় ব্যাগ , মুখে কালো মাস্কে নজর কেড়েছেন সারা আলি খান।
39
বলি অভিনেত্রী পূজা হেগড়ে (Pooja Hegde)-কেও জিমের বাইরে দেখা গেছে। কালো প্যান্ট ও স্কিন কালারের সরু ফিতের টপ পরে নিজের গাড়িতে ওঠার সময় ক্যামেরাবন্দি হয়েছেন বলি নায়িকা পূজা হেগড়ে। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
49
শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরকে (Khushi Kapoor) ডান্স ক্লাসের বাইরে দেখা গেছে। পুরো কালো পোশাকে নজর কেড়েছেন জাহ্নবীর বোন। মুম্বইয়ের আন্ধেরীতে ডান্স ক্লাস থেকে বেরানোর সময় পাপারাৎজির ক্যামেরায় ধরা দিয়েছেন খুশি কাপুর।
মুম্বই বিমানবন্দরে বলি অভিনেতা পুলকিত সম্রাট ও কীর্তি খারবান্দাকে দেখা গিয়েছে। পুলকিত যখন ফোনে কথা বলতে ব্যস্ত তখন কীর্তি মাথা নিচু করে হাঁটছিলেন। সূত্র বলছে, দুজনেই রিলেশনশিপে আছেন। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখনও স্পিকটি নট বলি তারকারা।
ভারতী সিং (Bharti Singh) ও হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiyaa) ছাড়া দিব্যা আগরওয়াল (Divya Agrawal ), বরুণ সুদ (varun sood), সানা মকবুল (sana maqbool), বিশাল আদিত্য সিং (vishal aditya singh) মুম্বইয়ের মালাড ওয়েস্টে স্টুডিওর বাইরে দেখা গিয়েছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।