ঠিক সন্ধে ৬টা নাগাদ শিবাজি পার্কে পৌঁছে যান প্রধানমন্ত্রী, সেখানেই সম্মান জানান তিনি। পাশাপাশি পরিবারের সকলে, বিভিন্ন গুণীব্যক্তিদের শ্রদ্ধাজ্ঞলির পর্ব শুরু হয়। পাশাপাশি উপস্থিত পুরহিতেরা শুরু করে দেয় শেষ কৃত্যের প্রস্তুতি, শুরু হয় হোম, মন্ত্রপাঠ, মুখাগ্নীর প্রস্তুতিও শুরু হয়। এদিন শিবাজি পার্কে উপস্থিত মানুষের ঢল।