৩১ আগস্ট বুধবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। আগে শুধুমাত্র মহারাষ্ট্রে ধুমধাম করে পালিত হলেও এখন গোটা দেশে, পাড়ায় পাড়ায় শুরু হয়েছে গণেশ পুজো। ভাদ্র ও মাঘ মাসের শুক্লাচতুর্থীকেই বলা হয় গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী সাধারণত পশ্চিম ও মধ্য ভারতের মহারাষ্ট্র, গুজরাত, উত্তর প্রদেশে খুব বড় করে পালিত হয়। ইতি্মধ্যেই ধুমধাম করে মুম্বইতে পালিত হচ্ছে গণেশ চতুরথী। বি-টাউন থেকে টিভি সেলেবরা সকলেই গণপতি পুজোয় ব্যস্ত। সম্প্রতি বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে যেখানে কার্তিক আরিয়ানকে লালবাগে দেখা গিয়েছে, একঝলকে দেখে নিন ছবি গুলি।