টলিউডের পাশাপাশি বলিউডেও বাজছে বিয়ের সানাই। বিয়ের বনধ্নে আবদ্ধ হলেন মডেল তথা অভিনেত্রী গওহর খান। বড়দিনেই ইসলাম মতে বিয়ে সেরে ফেললেন গওহর। বিয়ের নানা আপডেটেই এখন ভরছে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকউন্ট। পাত্রের নাম জায়েদ দারবার। গওহরকে দেখেই প্রেমে পড়েছিলেন জায়েদ। বয়সে জায়েদ বেশ ছোট গওহরের থেকে। তবে এই বয়সের পার্থক্য তাঁদের প্রেমের পথে চলতে বাধা সৃষ্টি করেনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেমকাহিনির বিষয় সবটা ব্যক্ত করেছিলেন। গওর নিজের সম্পর্ক নিয়ে কখনও কোনও রাখঢাক রাখেননি।
68
জায়েদের সঙ্গে নানা পোস্টই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তা বিয়ের কার্ডের ঝলক হোক বা মেহেন্দির ছবি।
78
সবই ভাইরাল হয়ে চলেছে নেটদুনিয়ায়। পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার পোশাকেই সেজে উঠেছিলেন গওহর। ইতিমধ্যেই ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।
88
বিগ বস সিজন ৭-এ অংশগ্রহণ করার সময় কুশাল টন্ডনের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন গওহর। সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। তার বহু বছর পরই জায়েদের সঙ্গে সম্পর্ক তৈরি হয় গওহরের।