ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছিলেন, ঐশ্বর্যকে নিয়ে ডিজনিল্যান্ডে পা রাখতে ওকে দেখে চমকে গেছিলাম। কখনও ছোটাছুটি করছে, কখন মিকি-মিনিদের মূর্তি জড়িয়ে ধরছে। আবার কখনও ছবি তুলছে। অভিষেক আরও জানান, হানিমুনে গিয়ে ঐশ্বর্য তাকে ভুলে আনন্দে মেতে ওঠার পরামর্শ দিয়েছিলেন। স্ত্রীয়ের এই কীর্তি দেখেই পাগল হয়ে গেছিলেন অভিষেক নিজেই।