লাইমলাইটে কীভাবে থাকতে হয়, তাতে বেশ সিদ্ধহস্ত বচ্চন পরিবার। একাধিক সম্পর্ক থেকে পরকীয়া-সঙ্গম-চুম্বন, এককথায় কন্ট্রোভার্সিতে বচ্চন পরিবার যেন সর্বদাই এগিয়ে । অমিতাভ বচ্চনকেও একসময়ে চরম দুর্দশার মধ্য দিয়ে কাটাতে হয়েছে। এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে রোজকার খাবার জোগাড় করতে গিয়েই হিমশিম অবস্থা হয়েছিল অমিতাভ বচ্চনের। বাবার এই দুর্দশার দিনের কথা প্রকাশ্যে এনেছিলেন ছেলে অভিষেক বচ্চন।