আর্থিক সমস্যায় জর্জরিত অমিতাভ, পরিবারের মুখে খাবার জোগাতে হিমশিম, বিগ বি-র কাহিনি শুনলে শিউরে উঠবেন

দেখতে দেখতে ৮০-এ পা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তাকে নিয়ে যতটা বলা হবে ততটাই যেন কম হবে। অমিতাভ বচ্চনের জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবং বচ্চন পরিবারকে নিয়েও সরগরম পেজ থ্রি-র পাতা। লাইমলাইটে কীভাবে থাকতে হয়, তাতে বেশ  সিদ্ধহস্ত বচ্চন পরিবার। একাধিক সম্পর্ক থেকে পরকীয়া-সঙ্গম-চুম্বন, এককথায় কন্ট্রোভার্সিতে বচ্চন পরিবার যেন সর্বদাই এগিয়ে । বচ্চন পরিবারের এমন অনেক ডার্ক সিক্রেট রয়েছে, যা হার মানাবে রূপোলি পর্দার কাহিনিকে। তবে এই বচ্চন পরিবারের মাথা অমিতাভ বচ্চনকেও একসময়ে চরম দুর্দশার মধ্য দিয়ে কাটাতে হয়েছে।  এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে রোজকার খাবার জোগাড় করতে গিয়েই হিমশিম অবস্থা হয়েছিল অমিতাভ বচ্চনের। 

Riya Das | Published : Oct 11, 2022 4:09 AM IST
110
 আর্থিক সমস্যায় জর্জরিত অমিতাভ, পরিবারের মুখে খাবার জোগাতে হিমশিম, বিগ বি-র কাহিনি শুনলে শিউরে উঠবেন


বচ্চন পরিবারকে নিয়ে জোর জল্পনা সর্বদাই চলছে। বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবং বচ্চন পরিবারকে নিয়েও সরগরম পেজ থ্রি-র পাতা। কন্ট্রোভার্সিতে বচ্চন পরিবার যেন সর্বদাই এগিয়ে । বচ্চন পরিবারের এমন অনেক ডার্ক সিক্রেট রয়েছে, যা হার মানাবে রূপোলি পর্দার কাহিনিকে। 
 

210

দেখতে দেখতে ৮০-এ পা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তাকে নিয়ে যতটা বলা হবে ততটাই যেন কম হবে। অমিতাভ বচ্চনের জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবং বচ্চন পরিবারকে নিয়েও সরগরম পেজ থ্রি-র পাতা। 

310

দেখতে দেখতে ৮০-এ পা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তাকে নিয়ে যতটা বলা হবে ততটাই যেন কম হবে। অমিতাভ বচ্চনের জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবং বচ্চন পরিবারকে নিয়েও সরগরম পেজ থ্রি-র পাতা। 

410

লাইমলাইটে কীভাবে থাকতে হয়, তাতে বেশ  সিদ্ধহস্ত বচ্চন পরিবার। একাধিক সম্পর্ক থেকে পরকীয়া-সঙ্গম-চুম্বন, এককথায় কন্ট্রোভার্সিতে বচ্চন পরিবার যেন সর্বদাই এগিয়ে । অমিতাভ বচ্চনকেও একসময়ে চরম দুর্দশার মধ্য দিয়ে কাটাতে হয়েছে।  এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে রোজকার খাবার জোগাড় করতে গিয়েই হিমশিম অবস্থা হয়েছিল অমিতাভ বচ্চনের। বাবার এই দুর্দশার দিনের কথা প্রকাশ্যে এনেছিলেন ছেলে অভিষেক বচ্চন। 

510


সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছিলেন, মার্কিন মুলুকে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন অভিষেক। হঠাৎই জানতে পারেন বাড়ির আর্থিক অবস্থা শোচনীয়। দুবেলা ভাত জোটাতে নাজেহাল অবস্থা হয়েছিল বাবা অমিতাভের।

610

এহেন সঙ্কট পরিস্থিতিতে অভিষেকের পড়াশোনা মাথায় ওঠে। সেই দুর্দিনে বাবার পাশে দাঁড়ানোটা সবার আগে দরকার এই ভেবে বিগ বি-কে বলেন, বাবা আমি চলে আসছি। তোমার পাশে থাকতে চাই। তুমি নিজেকে একা মনে করো না, আমি আছি।
 

710


অমিতাভের আপত্তি সত্ত্বেও চলচ্চিত্র কোর্সের মাঝপথে পড়া ছেড়ে দেন। বাবার পাশে দাঁড়াতে দেশে ফিরে আসেন অভিষেক বচ্চন। আর্থিক ভাবে না পারলেও মানসিক ভাবে পরিবারের পাশে দাঁড়িয়ে হাল ধরেন অভিষেক।  বিপদে পুরো পরিবারের এক হওয়ার সেই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল, তা প্রমাণ করেছেন  অভিষেক বচ্চন।  বলিউডের শাহেনশা নিজেই একদিন প্রকাশ্যে তার দুর্দিনের কথা বলেছিলেন, যা শুনে চোখে জল চলে এসেছিল ভক্তদের।

810

বিগ বি প্রকাশ্যেই সর্বসমক্ষে বলেছিলেন, এমনও দিন কেটেছিল যে অধঃস্তন কর্মীর থেকেও টাকা ধার নিয়ে সংসার চালাতে হয়েছিল অমিতাভকে। এখন এই পুরোনো দিনের কথা ভাবলে বুক কাঁপে অভিষেকের।  তবে অভিষেক বলেন, সময় সবসময় এক থাকে না বরং সমস্যা তো আসবেই সেটা মোকাবিলা করাটাই আসল বিষয়।

910


বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। ২০০৩  বি-গ্রেডের 'বুম' ছবিতে অভিনয় করেছিলেন। তবে আর্থিক সঙ্কট এবং দেউলিয়ার কারণেই তিনি তা করেছিলেন বলে ধরা হয়। যদিও এই বিষয়টি নিয়ে সেভাবে কোনওদিনই মুখ খোলেননি অমিতাভ বচ্চন।

1010

যদি সেই বিপদ কেটে গিয়েছে বহু দিন। এখনও সমানতালে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন অমিতাভ বচ্চন। অভিনেতার কেরিয়ার গ্রাফ দেখে এখনও অনেকেই ঈর্ষা করেন। নিজের চরিত্র নিয়ে এখনও এক্সপেরিমেন্ট করেই চলেছেন বিগ বি। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos