৩৭ টাকা দিয়ে যাত্রা শুরু অনুপমের, জন্মদিনে রইল ফিটনেস ফ্রিক অভিনেতার অজানা কাহিনি

Published : Mar 07, 2022, 02:20 PM IST

৬৭-তে পা দিলেন বলিউডের স্বনামধন্য বর্ষীয়াণ অভিনেতা অনুপম খের। তার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। বি-টাউনে এখনও পর্যন্ত নিজের অভিনয় দক্ষতা ছাপ রেখে চলেছেন  অনুপম খের। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ বর্ষীয়ান অভিনেতা  অনুপম খের। সর্বক্ষণই ভক্তদের সঙ্গে নিজের ভাল মন্দ ভাগ করে নিতে পছন্দ করেন অনুপম খের (Anupam Kher Birthday)। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছা ভরে গিয়েছে অভিনেতার সোশ্যাল মিডিয়ার পাতা। প্রিয় অভিনেতার জন্মদিনে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে। নিজের জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় অনুপম খের একটি দীর্ঘ পোস্ট করে নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বিগত কয়েক বছর পর শরীরচর্চার পর নিজের শারীরিক পরিবর্তনের কথাও উল্লেখ করেছেন অভিনেতা। এই বয়সে এসেও কীভাবে সুঠাম চেহারা ধরে রেখেছেন ফিটনেস ফ্রিক অভিনেতা, সেই সিক্রেট নিজের জন্মদিনে ফাঁস করলেন অভিনেতা অনুপম খের।  

PREV
110
৩৭ টাকা দিয়ে যাত্রা শুরু অনুপমের, জন্মদিনে রইল ফিটনেস ফ্রিক অভিনেতার অজানা কাহিনি

বলিউডের স্বনামধন্য বর্ষীয়াণ অভিনেতা অনুপম খের ৬৭-তে পা দিলেন (Anupam Kher Birthday) । ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছা ভরে গিয়েছে অভিনেতার সোশ্যাল মিডিয়ার পাতা। প্রিয় অভিনেতার জন্মদিনে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে। 

210

তার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। বি-টাউনে এখনও পর্যন্ত নিজের অভিনয় দক্ষতা ছাপ রেখে চলেছেন  অনুপম খের (Anupam Kher Birthday)। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ বর্ষীয়ান অভিনেতা  অনুপম খের। সর্বক্ষণই ভক্তদের সঙ্গে নিজের ভাল মন্দ ভাগ করে নিতে পছন্দ করেন অনুপম খের। 

310

হিমাচল প্রদেশের বাসিন্দা অনুপম খের। একরাশ স্বপ্ন নিয়েই কেরিয়ারের শুরুতে সিমলা থেকে মুম্বই এসেছিলেন। জীবনের শুরুতে মাত্র ৩৭ টাকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন। কেরিয়ারের শুরুতেই নিজেকে প্রমিস করছিলেন মুম্বইতে নিজের নাম -যশ তৈরি করবেন (Anupam Kher Birthday)। 

410

অনুপম খেরের (Anupam Kher Birthday ) জীবনটা  আর পাঁচজন অভিনেতার মতো ছিল না। কেরিয়ারের প্রথম কয়েকটা মাস তার জন্য ভীষণ কঠিন ছিল। এক মাস তাকে রেলস্টেশনে ঘুমোতে হয়েছিল। এমনকী  খাবার খাওয়ার মতো হাতে টাকাও ছিল না। বহুবারও এমন সমস্যার সম্মুখীন হতে হয়ছে অনুপম খেরকে। একাধিকবার সাক্ষাৎকারে নিজের স্ট্রাগলের কথা শেয়ার করেছেন অভিনেতা।

510

নিজের জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় অনুপম খের (Anupam Kher Birthday) একটি দীর্ঘ পোস্ট করে নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বিগত কয়েক বছর পর শরীরচর্চার পর নিজের শারীরিক পরিবর্তনের কথাও উল্লেখ করেছেন অভিনেতা
 

610

এই বয়সে এসেও কীভাবে সুঠাম চেহারা ধরে রেখেছেন ফিটনেস ফ্রিক অভিনেতা (Anupam Kher Birthday)  সেই সিক্রেট নিজের জন্মদিনে ফাঁস করলেন অভিনেতা অনুপম খের। নিজের জন্মদিনে শেয়ার করে ফিটনেস সিক্রেট জানতে সকলেই মুখিয়ে রয়েছেন।
 

710


নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেতা অনুপম খের জানিয়েছেন (Anupam Kher Birthday) , নিজেকে শুভ জন্মদিন। আজ আমি ৬৭ তম বছর শুরু করতে যাচ্ছে। নিজেকে নতুন ভাবে উপস্থাপন করতে পেরে খুবই উচ্ছ্বসিত এবং অনুপ্রাণিত।

810

অনুপম খের জানিয়েছেন, ছবিগুলো বিগত কয়েক বছর ধরে চলছে। ৩৭ বছর আগে পর্দায় এক তরুণ অভিনেতার সঙ্গে দেখা হয়েছিল আপনাদের। ক্যারিয়ার জুড়ে নিজেকে অভিনেতা হিসেবে মেলে ধরতে চেয়েছি। সবসময় একটা স্বপ্ন দেখতাম যা বাস্তবে পরিণত করতে চাইতাম (Anupam Kher Birthday)।

910


অনুপম খের (Anupam Kher Birthday)আরও জানিয়েছেন, শরীরচর্চাকে গুরুত্ব সহকারে নিতে চেয়েছিলাম। কাজের পাশাপাশি নিজের ফিটনেসের উপরও ধ্যান দিয়েছি আমি। আমার এই যাত্রাটি আপনাদের সঙ্গেও ভাগ করে নিতে চেয়েছি। শীঘ্রই আরও পরিবর্তন আশা করছি। আমার জন্য শুভ কামনা করুন। এইটা ২০২২। জয় হো।

1010

বয়স প্রায় ৭০-এর কোটায় হলেও এই বয়সে এসে শরীরচর্চা তার নিত্যদিনের সঙ্গী। নিজেকে ফিট রাখতেই প্রতিদিন শরীরচর্চা করেন অনুপম খের (Anupam Kher Birthday)। এবং সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেতা।


 

click me!

Recommended Stories