কাটাছেড়া পোশাক,উন্মুক্ত শরীর ছাড়া প্রায় তাকে দেখা যায় না। আর পোশাকের কারণেই শিরোনামে থাকেন উরফি জাভেদ। নিজের নিয়মেই চলতে বেশি পছন্দ করেন উরফি জাভেদ (Urfi Javed)। সাজ পোশাকে বরাবরই নিয়ম ভাঙতে পছন্দ করেন উরফি জাভেদ।
210
উদ্ভট সাজ পোশাকে, কাটাছেড়া পোশাক পরা, ফ্যাশন সেন্স- এর জন্য বারেবারে জঘন্য মন্তব্যেরও শিকার হতে হয় উরফিকে(Urfi Javed)। তবে এগুলোকে খুব একটা বেশি পাত্তা দেন না উরফি। কারণ ট্রোলড হওয়াটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রতি মুহূর্তেই উরফিকে ঘিরে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। এবারও তার অন্যথা হল না।
নেটপাড়ার হট সেনসেশনের বোল্ডনেসে কাঁপছে সোশ্যাল মিডিয়া। অন্তর্বাস পরতে যে মোটেই পছন্দ করেন না সেটাই যেন ক্রমশ স্পষ্ট। যদিও এটা নতুন কিছু নয়। অভিনয় না করেও কীভাবে সংবাদের শিরোনামে থাকা যায়, তা বোধহয় উরফির (Urfi Javed) থেকে ভাল কেউই জানেন না। তিনি না থাকলে হয়তো সেটা জানাও সম্ভব হতো না।
510
প্রতিদিনই উদ্ভট ফ্যাশন সেন্সে নিজেকে মেলে ধরছেন উরফি জাভেদ। যা তাকে খবরের শিরোনামে নিয়ে আসছে। কোনওভাবেই যেন তিনি থামবেন না, কিংবা তাকে যে থামানো যাবে না, কারণ তিনি হলেন নেটদুনিয়ার হট সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed)।
610
লাইমলাইটে থাকতে ঠিক যা যা করণীয়, তার কোনও কিছুই তিনি বাদ রাখতে রাজি নন। প্রতিটা মুহূর্তে নিমেষে শরীরী জাদুতে ভক্তদের ঘায়েল করতে তার জুড়ি মেলা ভার। এবারও খোলামেলা শরীরে শরীরী জাদুতে মুগ্ধ করলেন উরফি জাভেদ (Urfi Javed)।
710
ফের ইন্টারনেট আগুন জ্বালালেন উরফি জাভেদ। কাটাছেড়া পোশাকে শরীর দেখাতে তিনি যে কতটা সিদ্ধহস্ত তা এতদিনে সকলেরই প্রায় বোঝা হয়ে গেছে। এমনকী অদ্ভুত পোশাক পরে ট্রোলড হওয়াটাকেই যেন বেশি উপভোগ করেন উরফি (Urfi Javed)।
810
অভিনয় না করেও কীভাবে সংবাদের শিরোনামে থাকা যায়, তা বোধহয় উরফির (Urfi Javed) থেকে ভাল কেউই জানেন না। তিনি না থাকলে হয়তো সেটা জানাও সম্ভব হতো না। প্রতিদিনই উদ্ভট ফ্যাশন সেন্সে নিজেকে মেলে ধরছেন উরফি জাভেদ। যা তাকে খবরের শিরোনামে নিয়ে আসছে।
910
অভিনয় ছাড়াও উরফির আরও একটা বিশেষ গুণ রয়েছে। তিনি একজন সুগায়িকাও বটে (Urfi Javed)। ব়্যাপ করতেও ভীষণ ভালবাসেন। অভিনয়ের আগে উরফি দিল্লির একটি সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে চাকরি করতেন।
1010
উরফির (Urfi Javed) এই উদ্ভট সাজগোজ দেখে হতবাক হয়েছে নেটিজেনরা। একের পর একে নোংরা মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। কাটাছেড়া পোশাকে শরীর দেখাতে তিনি যে কতটা সিদ্ধহস্ত তা এতদিনে সকলেরই প্রায় বোঝা হয়ে গেছে। তার প্রতি পাপারাৎজির এই অ্যাটেনশনকেই তাড়িয়ে উপভোগ করছেন উরফি জাভেদ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।