বিয়ের আগেই সইফের সঙ্গে সহবাস, যৌনতা নিয়ে বোমা ফাটালেন করিনা কাপুর

Published : Sep 21, 2022, 10:02 AM IST

৪২-এ পা দিলেন করিনা কাপুর খান। রাত ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।  ধুমধাম করে জন্মদিন সেলিব্রেশনের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। একাধিক স্টিরিওটাইপ ভেঙেছেন করিনা কাপুর।   কেরিয়ারের মধ্যগগনে মাতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন প্রেগন্যান্সি কখনওই সাফল্যের পথে বাঁধা নয়। অভিনেত্রী, সঞ্চালনার পর লেখিকা করিনা কাপুর।এবার যৌনতা নিয়ে  বোমা ফাটালেন করিনা কাপুর খান।

PREV
19
বিয়ের আগেই সইফের সঙ্গে সহবাস, যৌনতা নিয়ে বোমা ফাটালেন করিনা কাপুর


 রাত ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।  ৪২-এ পা দিলেন করিনা কাপুর খান। ধুমধাম করে জন্মদিন সেলিব্রেশনের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

29


 একাধিক স্টিরিওটাইপ ভেঙেছেন করিনা কাপুর।   কেরিয়ারের মধ্যগগনে মাতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন প্রেগন্যান্সি কখনওই সাফল্যের পথে বাঁধা নয়। অভিনেত্রী, সঞ্চালনার পর লেখিকা করিনা কাপুর।এবার যৌনতা নিয়ে  বোমা ফাটালেন করিনা কাপুর খান।

39

করিনার লেখা বই প্রেগন্যান্সি বাইবেল-এ নিজের প্রেগন্যান্সি পিরিয়ডের অজানা গোপন রহস্য তুলে ধরেছেন। গতবছর ৯ আগস্ট প্রকাশিত হয়েছে করিনা কাপুর খানের প্রেগন্যান্সি বাইবেল। যাকে নিজের তৃতীয় সন্তান বলে দাবি করেন করিনা।

49

অন্তঃসত্ত্বা থাকাকালীন যৌনতার প্রতি আগ্রহ তলানিতে ঠেকেছিল  করিনার, তা অকপটে জানিয়েছেন নবাব ঘরনি। অভিনেত্রীর কথায়, অন্তঃসত্ত্বা অবস্থায় সেক্সের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। যদি পুরো পরিস্থিতি সবটাই সামলেছিল সইফ আলি খান। সব সিদ্ধান্তে করিনার পাশে ছিলেন সইফ।

59

গর্ভাবস্থায় যৌনতার প্রতি আগ্রহ হারানোর কথা শুনেই অনেকে ভ্রু কুঁচকেছিলেন। এবার প্রথম সারির সংবাদমাধ্যমে করিনা জানিয়েছেন, সেক্স নিয়ে কথা বলার জন্য আলাদা কোনও সাহসের প্রয়োজন না। এটা শরীরেরই একটা অঙ্গ। করিনা জানান, স্বামী এবং স্ত্রীয়ের মধ্যে যৌনতা একটা প্রাসঙ্গিক বিষয়। একজন নারী কী অনুভব করে, সেটাকেও প্রভাবিত করে যৌনতা।

69

করিনা আরও বলেছেন, এটা খুব স্বাভাবিক যে এই সময়টায় একজন নারী যৌনতার তাগিদ অনুভব করবে না  এমনকী সে নিজেকে ভালবাসে না, এমনও মনে হবে কখনও কখনও। সন্তান জন্মের আগে এই পরিস্থিতির মধ্য দিয়ে মেয়েরা যায়।  কিন্তু সমস্যা হল মানুষের, তারা এই বিষয়গুলি নিয়ে স্বাচ্ছন্দ নয়।

79


করিনার কথায়, এই প্রেগন্যান্সির সময়টা যে কোনও পুরুষকেই খুব সাপোর্টিভ থাকতে হয়। কখনওই তার স্ত্রীয়ের উপর চাপ দেওয়া উচিত নয় , এমনকী তার সৌন্দর্য নিয়েও কোনও টিপন্নি দেওয়া উচিত নয়।

89


বলিউডের অন্যতম নবাব পাওয়ার কাপল সইফ আলি খান ও  করিনা কাপুর খান সর্বদাই শিরোনামে থাকেন। বিয়ে করার আগে একে অপরের কো-স্টার হিসেবেই কাজ করেছেন এই পাওয়ার কাপল।
 

99

 'টশন' ছবির সেটে প্রেমের শুরু। দুজনের সম্পর্কের ব্যবধানও প্রায় ১০ বছর। একসময় বয়সে বড় অভিনেতার সঙ্গে রোম্যান্স না পসন্দ ছিল করিনার, কিন্তু বাস্তবে বিয়ের আগেই এত বড় মানুষটির সঙ্গেই চুটিয়ে শরীরী নেশা উপভোগ করেছেন করিনা। বিয়ের আগে সহবাস করে তারপর বিয়ের পিঁড়িতে বসেছিলেন করিনা ও সইফ আলি খান।

click me!

Recommended Stories