বলিউডের কোনও ছবিতেই এখন আর সেভাবে দেখা যায় না মালাইকাকে। এমনকী দীর্ঘদিন কোনও ছবিতে আইটেম ডান্স করতেও দেখা যায়নি মাল্লাকে। নায়িকা নন বরং আইটেম গার্ল হিসেবেই রয়ে গেলেন মালাইকা আরোরা। মালাইকা আরোরা জানিয়েছেন, তিনি সবসময়েই ঝকঝকে প্রস্তাবের দিকেই ঝুঁকেছেন। কোনও কিছুতেই না বলেননি। তারপর কেরিয়ার যে দিকে যাওয়ার সেদিকে গিয়েছে। তবে এ নিয়ে এখন আর কোনও আফসোস নেই।