৩৫ শে পা দিলেন বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। জন্মদিনের আদুরে শুভেচ্ছায় বন্যা বয়েছে নেটপাড়ায়। ছোট থেকেই ফিল্মি পরিবারে বড় হয়ে ওঠা শ্রদ্ধা কাপুর। স্টারকিড হিসেবে ছোট থেকেই পরিচিত বলি নায়িকা। একদিকে শক্তি কাপুরের মেয়ে অন্যদিকে পদ্মিনী কোলহাপুরীর বোনঝির পরিচিত ছিল গোটা বি-টাউনে। বর্তমানে বলিউডের প্রথম সারিতেই রয়েছেন শ্রদ্ধা কাপুর ( Happy Birthday Shraddha Kapoor) । তবে বাবার পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজের দক্ষতায় বলিউডে দাঁপিয়ে বেড়াচ্ছেন শ্রদ্ধা কাপুর। বলিউডের প্রথমসারির অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ইতিমধ্যেই একাধিক ছবিতে নিজের ছাপ রেখেছেন । তবে জানেন কি, বলিউডের একাধিক ভাল ছবিতে অফার পাওয়ার আগে অনেক ভুলভাল ছবির অফার পেয়েছিলেন শ্রদ্ধা কাপুর। এমনকী যৌন উদ্দীপক ছবির অফারও পেয়েছিলেন শ্রদ্ধা কাপুর,তাও আবার নামী পরিচালকের কাছ থেকে। মুখের উপর কেমনভাবে না বলবেন তা বুঝেই উঠতে পারিনি বলি নায়িকা, এহেন পরিস্থিতিতে কী করেছিলেন শ্রদ্ধা কাপুর, জেনে নিন বিশদে।
ছোট থেকেই ফিল্মি পরিবারে বড় হয়ে ওঠা শ্রদ্ধা কাপুর। স্টারকিড হিসেবে ছোট থেকেই পরিচিত বলি নায়িকা ( Happy Birthday Shraddha Kapoor) । একদিকে শক্তি কাপুরের মেয়ে অন্যদিকে পদ্মিনী কোলহাপুরীর বোনঝির পরিচিত ছিল গোটা বি-টাউনে।
210
বর্তমানে বলিউডের প্রথম সারিতেই রয়েছেন শ্রদ্ধা কাপুর। তবে বাবার পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজের দক্ষতায় বলিউডে দাঁপিয়ে বেড়াচ্ছেন শ্রদ্ধা কাপুর ( Happy Birthday Shraddha Kapoor) । বলিউডের প্রথমসারির অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ইতিমধ্যেই একাধিক ছবিতে নিজের ছাপ রেখেছেন।
বলিউড ছবি 'আশিকী ২'-এর সঙ্গে রাতারাতি তারকা স্ট্যাটাস পেয়েছিলেন শক্তি কাপুর কন্যা। তারপর থেকেই বলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে দাপুটে অভিনয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে দিয়েছেন শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা কাপুর ( Happy Birthday Shraddha Kapoor) ।
510
বলিউডের একাধিক ভাল ছবিতে অফার পাওয়ার আগে অনেক ভুলভাল ছবির অফার পেয়েছিলেন শ্রদ্ধা কাপুর ( Happy Birthday Shraddha Kapoor) । এমনকী যৌন উদ্দীপক ছবির অফারও পেয়েছিলেন শ্রদ্ধা কাপুর,তাও আবার নামী পরিচালকের কাছ থেকে। মুখের উপর কেমনভাবে না বলবেন তা বুঝেই উঠতে পারিনি বলি নায়িকা।
610
তবে 'আশিকী ২' ছবিকেই শ্রদ্ধার ( Happy Birthday Shraddha Kapoor) প্রথম ছবি বলে মনে করেন অনেকেই। কিন্তু অনেকেই জানেন না এর আগেও অমিতাভ বচ্চন , বেন কিংসলের মতো অভিনেতাদের সঙ্গে তিন পাত্তি ছবিতে কাজ করেছেন শ্রদ্ধা কাপুর।
710
এক সাক্ষাৎকারে শ্রদ্ধা ( Happy Birthday Shraddha Kapoor) জানিয়েছেন, এক নামী পরিচালকের কাছ থেকে যৌন উদ্দীপক ছবির অফারও পেয়েছিলেন নায়িকা। যৌন উদ্দীপক ছবির অফার পেয়ে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়েছিলাম।
810
শ্রদ্ধা ( Happy Birthday Shraddha Kapoor) আরও বলেন, আমি সত্যি বুঝতে পারছিলাম না ওনাকে কী বলব। তারপরে আস্তে আস্তে বলেছিলাম আমি এখনই ওই এলাকায় যেতে চাই না। এমনকী সঞ্জয় লীলা বনশালির ছবিতেও কাজের সুযোগ হারিয়েছিলেন শ্রদ্ধা কাপুর।
910
বনশালির ছবিতে কাজের সুযোগ হারানোর প্রসঙ্গে শ্রদ্ধা জানান ( Happy Birthday Shraddha Kapoor) , তিন পাত্তি ছবি রিলিজের আগেই ছবির জন্য অডিশন দিয়েছিলাম। আমি দিন-রাত খেটেছিলাম, এবং নিজের সেরাটা দিয়েছিলাম অডিশনের জন্য। কিন্তু শেষ পর্যন্ত আমি চরিত্রটা পাইনি। আমাকে রিপ্লেস করা হয়েছিল। মায়ের কাছে গিয়ে সবটা বলেছিলাম। তারপর তিনদিন ধরে বিছানায় শুয়ে কেঁদেছিলাম।
1010
ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে শ্রদ্ধা কাপুরকে 'বাগি ৩' ছবিতে দেখা গেছে। এবার রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। ছবি পরিচালনা করবেন লাভ রঞ্জন। আগামী বছর হোলির সময়েই মুক্তি পাবে এই ছবি ( Happy Birthday Shraddha Kapoor) ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।