মেয়ের বিয়ে নিয়ে বক্তবের শেষে বেশ চিন্তাও প্রকাশ করেছিলেন শক্তি কাপুর। তার মতে, বর্তমানে যেভাবে বিয়ে হওয়ার পরই ডিভোর্স হচ্ছে, তা নাকি তাকে ভাবিয়ে তোলে ( Happy Birthday Shraddha Kapoor)। বাবা হিসেবে তার এটা নিয়ে চিন্তা হয়। তবে রোহনের সঙ্গে নিজের একমাত্র মেয়ে শ্রদ্ধা বিয়ের আগেই ডিভোর্স নিয়ে বেজায় চিন্তায় পড়েছেন শক্তি কাপুর, তা তার কথাতেই স্পষ্ট ফুটে উঠেছে।