নিজের ফ্যাশন স্টেটমন্টে ও বিলাসবহুল জীবনযাত্রার জন্য বরাবরই চর্চায় থাকেন বলি নায়িকা। আরব ফ্যাশন উইকে শো স্টপার উর্বশীর ( Happy Birthday Urvashi Rautela) এই পোশাক নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল নেটদুনিয়ায়। উর্বশী রাউতেলাই প্রথম ভারতীয়, যিনি একবার নয়,এই নিয়ে দুইবার আরব ফ্যাশন উইকে যোগদান করেছেন।