বরের হয়ে গলা ফাঁটাতে দেখা গেল করিনা কাপুর খানকে। বৃহস্পতিবার নিজের ইনস্টগ্রামে একটি ছবি শেয়ার করে করিনা বলেন,পুলিশ অফিসার বিক্রম-এর (Vikram Vedha) লুকে পুরো হটি লাগছে সইফকে। স্বামীর প্রশংসায় করিনা (kareena Kapoor)আরও বলেন স্বামীকে (Saif Ali Khan) সবচেয়ে বেশি হট লাগছে। আপাতত ছবি মুক্তির অপেক্ষাতেই আছি।