ঠোঁটঠাসা চুম্বনে রক্তপাত, মাধুরিকে কাছে পেয়েই কি অন্তরঙ্গতায় নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বিনোদ খান্না

Published : Oct 06, 2021, 04:06 PM ISTUpdated : Oct 06, 2021, 04:23 PM IST

৭৫-এ পা দিলেন বলিউড অভিনেতা বিনোদ খান্না। একসময়ে বি-টাউনে দাঁপিয়ে বেড়িয়ে বিনোদ খান্না। বলিউডের অভিনেত্রীদের সঙ্গে তার পর্দাঅভিনয় সকলের মনেই দাগ কেটেছে। তবে সকলের চেয়ে একটু বেশিই যেন মাইলেজ পেয়েছে মাধুরী দীক্ষিত। এমনকী  রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে পরিচালকের কাট বলার পরও উদ্দাম যৌনতায় মত্ত হয়েছিলেন বিনোদ খান্না। ঘনিষ্ঠ দৃশ্যের গভীরে এতটাই ঢুকে গিয়েছিলেন যে চুমু খেতে গিয়ে ঠোঁটই কেটে গিয়েছিল মাধুরীর, তারপরের ঘটনা জানলে শিউরে উঠবেন।

PREV
17
ঠোঁটঠাসা চুম্বনে রক্তপাত, মাধুরিকে কাছে পেয়েই  কি অন্তরঙ্গতায় নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বিনোদ খান্না

৭৫-এ পা দিলেন বলিউড অভিনেতা বিনোদ খান্না(Vinod Khanna)। একসময়ে বি-টাউনে দাঁপিয়ে বেড়িয়েছেন বিনোদ খান্না। বলিউডের অভিনেত্রীদের সঙ্গে তার পর্দাঅভিনয় সকলের মনেই দাগ কেটেছে। 

27

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রীর ক্যারিশ্মার জাঁদুতেই কাত আট থেকে অষ্টাদশী।  তার চোখের ইশারাতেই ঘুম উড়েছে একাধিক পুরুষদের। শরীর বিহঙ্গে আজও তিনি টেক্কা দিতে পারেন নিউকামারদের।

37

নব্বইয়ের দশকের সেই অভিনেত্রী আজও তার ক্যারিশ্মায় মুগ্ধ করে রেখেছে নেটিজেনদের। তিনি হলেন বলিউডের এভারগ্রীন অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। এমনকী শরীরী নেশায় সব ভুলে ডুবে গিয়েছিলেন বিনোদ খান্নাও।

47

'দয়াবান' ছবিতে মাধুরী দীক্ষিত ও বিনোদ খান্না ছবির ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় এতটাই বুদ হয়েছিলেন যে চুমু খেতে খেতে মাধুরীর ঠোঁটই কেটে দিয়েছিলেন।

57


'দয়াবান' ছবির জনপ্রিয় গান' আজ ফির তুমপে পয়্যার আয়া হ্যায়'-র শুটিংয়ে  বিনোদ খান্না মাধুরীর ঠোঁটে চুমু খাওয়ার দৃশ্যে পরিচালক 'অ্যাকশন' বলেছেন, শুরু হয়েছে শট,  কিন্তু 'ধকধক গার্ল'-কে চুমু খেতে খেতে নিজেকে সামলাতেন পারেননি বিনোদ খান্না। সটান কামড়ে দেন মাধুরীর ঠোঁটে। 
 

67

যদিও বিনোদ খান্নার ক্ষেত্রে এটাই প্রথম নয়স নিজেকে কন্ট্রোলে রাখতে না পারাটা বিনোদ খান্নার ক্ষেত্রে আগেও হয়েছে।
 

77

ডিম্পল কাপাডিয়ার সঙ্গে 'প্রেম ধর্ম' ছবির শ্যুটিংয়ে একটি দৃশ্যে ডিম্পলকে চুমু খেতে এতটাই ব্যস্ত ছিলেন যে অভিনেতা পরিচালকের 'কাট'- কথাটাই  শুনতে পাননি, বরং চুমু খেতেই থেকেছেন।

click me!

Recommended Stories