সিলভার পার্টি লুকে উষ্ণ আবেদন, শরীরী ভাঁজে ঝড় তুললেন মালাইকা, ছবি দেখে ঘাম ঝড়ছে ভক্তমহলের

Published : Oct 06, 2021, 12:33 PM IST

মালাইকা আরোরা, শরীরী উষ্ণতায় ঝড় তুলে ৪০ পেরিয়েও যে কীভাবে নিজেকে ধরে রাখা যায়, তা প্রতিটা মুহূর্তে ঝড় তোলে সকলের মনে। ২০ থেকে ৩০-কে হার মানাচ্ছেন তিনি, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন এবার সিলভার লুকে। 

PREV
19
সিলভার পার্টি লুকে উষ্ণ আবেদন, শরীরী ভাঁজে ঝড় তুললেন মালাইকা, ছবি দেখে ঘাম ঝড়ছে ভক্তমহলের

মালাইকা আরোরা (Malaika Arora), এক কথায় বলতে গেলে যাঁর প্রতিটি ছবি যাকে বলে পার্ফেক্ট ফ্রেম। এক একটি পোজ মুহূর্তে ঝড় তোলে ভক্তমহলে। 

29

সুপার মডেল রিয়ালিটি শো-তে বিচারকের ভুমিকাতে থাকা মালাইকা তাই প্রতিটা পদেই নয়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে থাকেন প্রতিযোগীদের মধ্যে। 

39

ঠিক কীভাবে পোজ দিতে হবে, কোন পোজ-এ দাঁড়াতে হবে, বা পোশাক নির্বাচণই বা কেমন হতে পারে, সবটাই যেন মাল্লার নখদর্পণে। 

49

এবার সেই মালাইকাই সিলভার লুকে ঝড় তুললেন নেট দুনিয়ায়। ফিগার পার্ফেক্ট, টাইট ফিট পোশাকে ফুঁটে উঠল শরীরী গরণ। 

59

কাঁধ থেকে কসে পড়ছে পোশাক, হট লুকে সাহসী পোজ, বক্ষ বিভাজিকায় ঝড় তোলা পার্ফম মালাইকার। মলেডিং দুনিয়ায় ৪০ পেরিয়েও তিনিই সুপার হট। 

69

তা আরও একবার প্রমাণ করলেন তিনি। সম্পর্ক থেকে শুরু করে কাজ, দিন দিন যেন বয়স কমছে মালাইকার। রূপ ফেটে পড়ছে। 

79

কীভাবে ক্যামেরার চোখে চোখ রেখে পোজ দিতে হয়, তা আরও একবার প্রমাণ করে ভাইরাল মালাইকা। সেক্সি পোজে নজর কাড়া ফিটনেস। 

89

নিজেকে ধরে রাখতে বর্তমানে শরীরচর্চা থেকে শুরু করে ডায়েট (Diet), সবেটেই কড়া নজর দিয়েছেন মালাইকা আরোরা। 

99

সিনে দুনিয়ায় দেখা না মিললেও বর্তমানে মালাইকা রিয়ালিটি শো-এর সুবাদে নিত্য ড্রইং রুমে বাস, মালাইকার এই লুকেই পাগল ভক্তরা। 

click me!

Recommended Stories