নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রীর ক্যারিশ্মার জাঁদুতেই কাত আট থেকে অষ্টাদশী। তার চোখের ইশারাতেই ঘুম উড়েছে একাধিক পুরুষদের। শরীর বিহঙ্গে আজও তিনি টেক্কা দিতে পারেন নিউকামারদের।
37
নব্বইয়ের দশকের সেই অভিনেত্রী আজও তার ক্যারিশ্মায় মুগ্ধ করে রেখেছে নেটিজেনদের। তিনি হলেন বলিউডের এভারগ্রীন অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। এমনকী শরীরী নেশায় সব ভুলে ডুবে গিয়েছিলেন বিনোদ খান্নাও।
47
'দয়াবান' ছবিতে মাধুরী দীক্ষিত ও বিনোদ খান্না ছবির ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় এতটাই বুদ হয়েছিলেন যে চুমু খেতে খেতে মাধুরীর ঠোঁটই কেটে দিয়েছিলেন।
57
'দয়াবান' ছবির জনপ্রিয় গান' আজ ফির তুমপে পয়্যার আয়া হ্যায়'-র শুটিংয়ে বিনোদ খান্না মাধুরীর ঠোঁটে চুমু খাওয়ার দৃশ্যে পরিচালক 'অ্যাকশন' বলেছেন, শুরু হয়েছে শট, কিন্তু 'ধকধক গার্ল'-কে চুমু খেতে খেতে নিজেকে সামলাতেন পারেননি বিনোদ খান্না। সটান কামড়ে দেন মাধুরীর ঠোঁটে।
67
যদিও বিনোদ খান্নার ক্ষেত্রে এটাই প্রথম নয়স নিজেকে কন্ট্রোলে রাখতে না পারাটা বিনোদ খান্নার ক্ষেত্রে আগেও হয়েছে।
77
ডিম্পল কাপাডিয়ার সঙ্গে 'প্রেম ধর্ম' ছবির শ্যুটিংয়ে একটি দৃশ্যে ডিম্পলকে চুমু খেতে এতটাই ব্যস্ত ছিলেন যে অভিনেতা পরিচালকের 'কাট'- কথাটাই শুনতে পাননি, বরং চুমু খেতেই থেকেছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।